তবে প্যান্ডোরা পেপার্সে শচীনের নাম উঠে আসায় তার আইনজীবী যারপনাই বিস্মিত
বিশ্বজুড়ে বিলিয়নিয়ারদের গোপন সম্পদ এবং লেনদেনের তথ্য ফাঁস করে আলোড়ন সৃষ্টিকারী প্যান্ডোরা পেপার্সে ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের নাম উঠে এসেছে। এছাড়া, শচীন ছাড়াও তার পরিবারের সদস্যদের নামও এসেছে।
প্যান্ডোরা পেপার্স অনুযায়ী, ভারতের আইনসভার উচ্চকক্ষের সদস্য টেন্ডুলকার এবং তার পরিবার ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে একটি অফশোর প্রতিষ্ঠানে বেনিফিশিয়াল মালিক হিসেবে বিনিয়োগ করেন। তবে ২০১৬ সালে বিনিয়োগ নগদীকরণ করে টেন্ডুলকার ও তার পরিবার সব অর্থ তুলে নেন।
তবে প্যান্ডোরা পেপার্সে শচীনের নাম উঠে আসায় তার আইনজীবী যারপনাই বিস্মিত। টেন্ডুলকারের বিনিয়োগ বৈধ দাবি করে তার আইনজীবী জানান, বিদেশে টেন্ডুলকারের যা বিনিয়োগ আছে তার সবগুলোই বৈধ ও আইনসিদ্ধ। এমনকি যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েই সব বিনিয়োগ করা হয়েছে।
প্রসঙ্গত, শচীন টেন্ডুলকার ছাড়াও পপ তারকা শাকিরা, সুপার মডেল ক্লদিও শিফার, পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান ছাড়াও আরও অনেক প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছে।
উল্লেখ্য, ১৪টি উৎস থেকে পাওয়া ১২ মিলিয়ন নথি নিয়ে ১১৭টি দেশের প্রায় ৬০০ সাংবাদিক কয়েক মাস ধরে কাজ করছেন। বর্তমান সময়ের সবচেয়ে বড় বৈশ্বিক তদন্ত হিসেবে ১৪০টিরও বেশি মিডিয়া প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টসের (আইসিআইজে) মাধ্যমে সেটি প্যান্ডোরা পেপার্স হিসেবে প্রকাশিত হয়েছে।
মতামত দিন