দূর্ঘটনার কারণে রাস্তায় দাঁড় করিয়ে রাখা বেশ কয়েকটি গাড়িতে আগুন লেগে গেলেও এতে কারও হতাহতের খবর পাওয়া যায়নি
ইতালির উত্তরাঞ্চলের মিলানের উপকণ্ঠে রবিবার (৩ অক্টোবর) একটি খালি ভবনের ওপর ছোট আকৃতির যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৮ জন নিহত হয়েছে। নিহতদের সবাই বিমানের যাত্রী ছিলেন।
ব্রিটিশ বার্তা সংস্থঅ রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা জানা যায়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিমানটি মিলানের লিনেট শহরের বিমানবন্দর থেকে সার্ডিনিয়া দ্বীপের দিকে যাচ্ছিল। পথিমধ্যে শহরতলির মেট্রো স্টেশনের ঠিক বাইরেই এ দুর্ঘটনা ঘটে।
দোতলা ভবনের সঙ্গে বিমানের সংঘর্ষ হলে স্থানীয় লোকজন বিস্ফোরণের শব্দ শুনতে পায়। ভবনটিতে সংস্কারকাজ চলার কারণে তখন তা খালি ছিল। দূর্ঘটনার পর বাতাসে আগুনের শিখা ও ধোঁয়া ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দূর্ঘটনার কারণে রাস্তায় দাঁড় করিয়ে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন লেগে যায়। তবে এতে অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মতামত দিন