আরিয়ানসহ অন্যান্য আটককৃত ব্যক্তিদের আইনি আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরের দিন আদালতে হাজির করা হবে বলে জানান এনসিবির এক কর্মকর্তা
ভারতের মুম্বাই থেকে গোয়াগামী একটি বিলাসবহুল ক্রুজ জাহাজে অভিযান চালিয়ে শনিবার (২ অক্টোবর) মাদক সেবনের অভিযোগে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ানকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। জিজ্ঞাসাবাদে মাদক সেবনের কথা স্বীকারও করেছেন তিনি। বলিউডের আরেক কিংবদন্তি সুনীল শেঠি দাঁড়িয়েছেন শাহরুখপুত্রের পাশে। আরিয়ানকে “দম ফেলার ফুসরত” করে দিতে তিনি সবার কাছে অনুরোধ করেন।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ কথা জানা যায়।
একটি অনুষ্ঠানে কথা বলতে গিয়ে সুনীল শেঠি বলেন, “যখনই কোথাও অভিযান হয় সেখানে বেশ কয়েকজনকে আটক করা হয়। আমরা ধরেই নিই অভিযুক্ত অবশ্যই মাদক সেবন করেছে। কিন্তু এখনও বিষয়টি প্রক্রিয়াধীন। আপাতত তাকে (আরিয়ান) দম ফেলার সুযোগ দিন।”
আরও পড়ুন- ‘মাদক পার্টি’ থেকে শাহরুখপুত্র আরিয়ান আটক
তিনি আরও বলেন, “যখনই বলিউডে কিছু ঘটে, মিডিয়া নিজেদের মতো সবকিছু যাচাই করে এবং সিদ্ধান্তে উপনীত হয়। তাকে একবার সুযোগ দিন। আসল সত্য সামনে আসুক। সে এখনও ছোট। তার যত্ন নেওয়া আমাদের দায়িত্ব।”
এনসিবির জোনাল হেড সমীর ওয়াংখেড়ে বলেন, “এনসিবি শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে দক্ষিণ মুম্বাইয়ের ব্যালার্ড এস্টেট অফিসে জিজ্ঞাসাবাদ করছে। সংস্থাটি যে ক্রুজ জাহাজে অভিযান চালিয়েছে সেখানে তিনি উপস্থিত ছিলেন।”
আরও পড়ুন- মাদক নেওয়ার কথা স্বীকার করলেন আরিয়ান
এনসিবির এক কর্মকর্তা পিটিআইকে জানান, আরিয়ান খান ছাড়াও মুনমুন ধামেচা, নূপুর সারিকা, ইসমিত সিং, মোহক জাসওয়াল, বিক্রান্ত ছোকার, গোমিত চোপড়া এবং আরবাজ মার্চেন্টকে আটক করা হয়েছে। ক্রুজ জাহাজে তাদের কাছ থেকে এমডিএমএ, এক্সটাসি, কোকেন, মেফিড্রোনের মতো বিভিন্ন মাদক উদ্ধার করা হয় বলেও জানান তিনি। এছাড়া, মাদক বিরোধী সংস্থাটি দলটির বিরুদ্ধে মামলাও দায়ের করেছে।
তিনি বলেন, “অভিযানের সময় সন্দেহভাজনদের তল্লাশি করা হয় এবং তাদের কাছ থেকে বিভিন্ন ধরণের মাদক উদ্ধার করা হয়েছিল। এগুলো তারা তাদের কাপড়, অন্তর্বাস এবং পার্সে লুকিয়ে রেখেছিল। আটককৃত ব্যক্তিদের আইনি আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরের দিন আদালতে হাজির করা হবে।”
আরিয়ান খানের বাবা শাহরুখ খান এবং মা গৌরী খান অবশ্য এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।
শেষ খবর পাওয়া পর্যন্ত রবিবার তাকে গ্রেপ্তার দেখিয়ে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়েছে এনসিবি।
মতামত দিন