করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছে সাত লাখ ১৯ হাজার ৬৭৪ জন
বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৭৬৯ জন।
একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ২৭ হাজার ৬১৫ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৩ কোটি ৫৪ লাখ ২৩ হাজার ৮০৮ জনে।
অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৮ লাখ ১১ হাজার ৬৩৭ জনে।
শনিবার (৩ অক্টোবর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
অন্যদিকে, করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা চার কোটি ৪৪ লাখ ৯০ হাজার ৮৯৭ জন এবং মৃত্যুবরণ করেছে সাত লাখ ১৯ হাজার ৬৭৪ জন।
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৯৭ হাজার ৭৪৯ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ১৪ লাখ ৫৯ হাজার ১১৭ জন। মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের অবস্থান।
এছাড়া করোনাভাইরাসে আক্রান্তে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে থাকা ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৩৪৪ জন আক্রান্ত হয়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩৮ লাখ ১৩ হাজার ৯০৩ জনে। এবং মারা গেছেন ৪ লাখ ৪৮ হাজার ৮৪৬ জন।
মতামত দিন