১২ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে বুস্টার ডোজ গ্রহণকারী ২২ হাজারেরও বেশি মানুষের ওপর গবেষণাটি চালানো হয়
করোনাভাইরাস প্রতিরোধক টিকার বুস্টার ডোজের পরবর্তী বেশিরভাগ পার্শ্বপ্রতিক্রিয়া হালকা এবং সহনীয় বলে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এক মার্কিন গবেষণায় উঠে এসেছে। সাধারণ টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের পর যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়, বুস্টার ডোজের পর হওয়া পার্শ্বপ্রতিক্রিয়া প্রায় একই।
শুক্রবার (১ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্মার্টফোন ভিত্তিক একটি টিকা নিরাপত্তা অ্যাপে নিবন্ধনকৃত এবং ১২ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে বুস্টার ডোজ গ্রহণকারী ২২ হাজারেরও বেশি মানুষের ওপর চালানো গবেষণার উপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
সিডিসির পরিচালক রোশেল ওয়ালেনস্কি এক প্রেস ব্রিফিংয়ে বলেন, “তীব্রতা এবং পার্শ্বপ্রতিক্রিয়ার ধরণগুলি দ্বিতীয় টিকার ডোজের পরের পার্শ্বপ্রতিক্রিয়ার মতই এবং তার বেশিরভাগই হালকা বা মাঝারি এবং স্বল্পস্থায়ী।”
প্রতিবেদনে পার্শ্বপ্রতিক্রিয়াগুলোর মধ্যে ৭১% অংশগ্রহণকারী ইনজেকশন সংক্রান্ত ব্যথা, ৫৬% অংশগ্রহণকারী ক্লান্তি এবং ৪৩% অংশগ্রহণকারী মাথাব্যথার কথা উল্লেখ করেন। প্রায় ২৮% অংশগ্রহণকারী স্বাভাবিক দৈনন্দিন কাজকর্ম করতে না পারার কথা বলেন। এছাড়া, প্রায় ২% অংশগ্রহণকারীর চিকিৎসা সেবার প্রয়োজন হয়েছিল এবং ০.১% অংশগ্রহণকারী হাসপাতালে ভর্তি ছিলেন।
গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় ২১,৭০০ জনই মডার্না টিকার ৩টি ডোজ নিয়েছেন। যারা মডার্নার ৩টি ডোজ নিয়েছেন তাদের মধ্যে অধিকাংশেরই তৃতীয় ডোজের পর পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে হাতের ব্যথা দ্বিতীয় ডোজের মতই দেখা গেছে। অন্যদিকে, ইনজেকশন দেওয়া জায়গার পার্শ্বপ্রতিক্রিয়া ছিল দ্বিতীয় ডোজের চেয়ে কম।
একই চিত্র দেখা গেছে ফাইজারের ক্ষেত্রেও। উভয় ক্ষেত্রেই প্রথম ডোজের ক্ষেত্রে দ্বিতীয় বা তৃতীয় ডোজের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে।
মতামত দিন