মৃত্যুর চার মাস পর করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ ভ্যাকসিন পান ওই নারী
করোনাভাইরাস মহামারির সময়ে পরিবারের কোনো সদস্য ভ্যাকসিন পেলে তা স্বস্তির বিষয়। কিন্তু পরিবারের মৃত কেউ মৃত্যুর পরেও যদি ভ্যাকসিন পায় সেটি কেমন হবে?
অবিশ্বাস্য মনে হলেও ভারতের হরিয়ানায় মহামারি চলাকালে ভ্যাকসিনের এক ডোজ গ্রহণের পর মারা গেছেন এমন অনেকেরই মৃত্যুর পর ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পাওয়ার তথ্য পাওয়া যাচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-এর প্রতিবেদনে বলা হয়, গত ১৩ এপ্রিল করোনাভাইরাসের প্রথম ডোজ নিয়েছিলেন ভারতের হরিয়ানা রাজ্যের বাহাদুরগড় এলাকার সুমিত্রা দেবী। এর কিছুদিন পর গত ৪ মে তিনি মারা যান। সুমিত্রা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ না নিলেও তার মৃত্যুর চারমাস পর গত ২৭ আগস্ট দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার মেসেজ পান তার পরিবারের সদস্যরা।
এদিকে, মৃত নারী কীভাবে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করলেন সেই প্রশ্নের মুখে পড়েছে ক্ষমতাসীন দল বিজেপি।
এর আগে দেশটির মধ্যপ্রদেশ ও বিহারেও একই ধরনের ঘটনা ঘটেছিল।
মতামত দিন