ঘটনার সময় হাসপাতালের আইসিইউতে ১০ জন রোগী চিকিৎসাধীন ছিলেন
রোমানিয়ার একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। আগুন লাগার পর হাসপাতাল থেকে ১০২ জন রোগীকে উদ্ধার করা হয়।
শুক্রবার (১ অক্টোবর) উদ্ধারকারী পরিষেবাগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ পূর্ব রোমানিয়ার কনস্টান্টার একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আগুন লেগে ৭ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে উদ্ধারকারী সংস্থাগুলো।
উদ্ধারকারী সংস্থাগুলোর মুখপাত্র রাজভান পারকনি এএফপিকে বলেন, “প্রায় ১০০ জনকে হাসপাতাল থেকে সরিয়ে নিতে হয়েছে।”
তিনি জানান, আগুন নেভানো হলেও দমকলকর্মীরা এখনও হাসপাতালের ভেতরে রয়েছেন। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
উপ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি তাতে হাসপাতাল থেকে উদ্ধার রোগীদের কেউই অগ্নিদগ্ধ নন।”
সিলভিউ কোসা প্রিফেকচারের প্রধান বলেন, “অগ্নিকাণ্ডের সময় ১০ জন কোভিড রোগী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।”
এর আগে জানুয়ারিতে, বুখারেস্ট হাসপাতালে আগুনে লেগে পাঁচজন রোগী মারা যান। এর দুই মাস পর, উত্তর-পূর্ব রোমানিয়ার পিয়াট্রা নিয়ামের আরেকটি হাসপাতালে আগুন লেগে আরও ১৫ জন রোগীর মৃত্যু হয়।
মতামত দিন