করোনাভাইরাস মহামারির নির্দেশনা সংক্রান্ত নীতিমালা ভঙ্গ করায় রাশিয়ান রাজ্যের সমর্থিত আরটির জার্মান ভাষার দুটি চ্যানেল মুছে দিয়েছিল ইউটিউব
করোনাভাইরাস মহামারির নির্দেশনা সংক্রান্ত নীতিমালা ভঙ্গ করায় রুশ সরকার সমর্থিত গণমাধ্যম আরটির জার্মান ভাষার দুটি চ্যানেল মুছে দিয়েছে ইউটিউব। জবাবে চ্যানেলগুলোকে পুনরায় চালু না করা হলে দেশে ইউটিউব নিষিদ্ধ করার হুমকি দিয়েছে রুশ কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ও রয়টার্সের রতিবেদন থেকে এ কথা জানা যায়।
রাশিয়ান গণমাধ্যম ওয়াচডগ রোসকমনাডজোর ইউটিউবের বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ এনে চ্যানেলগুলোকে পুনরায় চালুর দাবি জানিয়েছৈ।
ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের মুখপাত্র জানান, ইউটিউবে কী কী অনুমোদন পাবে সে ব্যাপারে সবসময়ই পরিষ্কার কমিউনিটি নির্দেশনা রয়েছে।
ইউটিউবের দাবি, আরটির চ্যানেলে কোভিড সম্পর্কিত নীতিমালা ভঙ্গকারী একটি কন্টেন্ট আপলোড করা হলে প্রাথমিকভাবে জার্মান ভাষার চ্যানেলটিকে ‘‘স্ট্রাইক’’ দেওয়া হয়েছিল এবং এক সপ্তাহের জন্য আপলোডে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল।
ওই স্থগিতাদেশ চলাকালেই আরেকটি অ্যাকাউন্ট ব্যবহার করে আপলোড নিষেধাজ্ঞা এড়ানোর চেষ্টা করলে ইউটিউবের টার্মস অব সার্ভিস ভাঙার দায়ে দুটি চ্যানেলই মুছে দেওয়া হয়।
গোটা বিষয়টিকে “নজিরবিহীন তথ্য আগ্রাসন” হিসেবেই দেখছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের ভাষ্য, রাশিয়ান কর্তৃপক্ষের কাছে ইউটিউবের হোস্টিং সেবা ও জার্মান গণমাধ্যমের বিরুদ্ধে পদক্ষেপ ঠিক করা ও তা প্রয়োগ করার একটি প্রস্তাব এসেছে।
এদিকে, রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম রসকম্যান্ডজর জানিয়েছে, তারা গুগলের উদ্দেশে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়েছে। পাশাপাশি রাশিয়ায় আংশিক বা সম্পূর্ণভাবে ইউটিউব নিষিদ্ধ করার বিষয়ে ইউটিউব সতর্কবার্তা দেওয়া হয়েছে।
তবে গুগল এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
মতামত দিন