পাকিস্তানে নিষিদ্ধ বেলুচ লিবারেশন ফ্রন্ট এই হামলার স্বীকার করেছে
পাকিস্তানের গোয়েদার শহরে বেলুচ বিদ্রোহীরা বোমা হামলা চালিয়ে দেশটির প্রতিষ্ঠাতা মোহম্মদ আলী জিন্নাহর মূর্তি উড়িয়ে দিয়েছে। জিন্নাহর মূর্তির তলায় বিস্ফোরক পেতে রাখা বিস্ফোরক থেকে রবিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পাকিস্তানে নিষিদ্ধ বেলুচ লিবারেশন ফ্রন্ট এই হামলার স্বীকার করেছে।
তুলনামূলক নিরাপদ এলাকা বলে পরিচিত মেরিন ড্রাইভ এলাকায় গত জুনে মূর্তিটি বসানো হয় বলেৎ জানিয়েছে প্রথম সারির পাকিস্তানি সংবাদপত্র দ্য ডন।
রিপাবলিকান আর্মির মুখপাত্র বাবগার বেলুচ টুইট বার্তায় নাশকতার দায় স্বীকার করেছেন বলে জানায় বিবিসি উর্দু।
বিস্ফোরণের ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন গোয়েদারের ডেপুটি কমিশনার অবসরপ্রাপ্ত মেজর আবদুল কবির খান।
তিনি জানান, জঙ্গিরা পর্যটকের ছদ্মবেশে বিস্ফোরক রেখে গিয়েছিল বলে প্রাথমিক অনুসন্ধানে তথ্য মিলেছে।
বেলুচিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সিনেটর সরফরাজ বুগতি বলেন, “মোহম্মদ আলী জিন্নাহর মূর্তি ভাঙা পাকিস্তানের দর্শনের ওপরই আঘাত।”
মতামত দিন