নিজেদের অবস্থান শক্তিশালী করার আশায় হুথিরা এ বছরের ফেব্রুয়ারিতে মারিব দখলের প্রচেষ্টা বাড়িয়ে দেয়
ইয়েমেনে মারিব শহরের জন্য সংঘটিত এক লড়াইয়ে অন্তত ৬৭ জন ইয়েমেনি বিদ্রোহী এবং সরকারপন্থী সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক ও চিকিৎসা সূত্র।
এএফপির প্রতিবেদনে বলা হয়, ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে সৌদি নেতৃত্বাধীন জোট হামলা করলে দুই পক্ষই এতে জড়িয়ে পড়ে।
তেলসমৃদ্ধ মারিব প্রদেশের রাজধানীতে হুথিরা তাদের অভিযান পুনরায় শুরু করার পর শুধুমাত্র এ মাসেই শত শত যোদ্ধা মারা গেছে।
সামরিক সূত্র এএফপিকে জানিয়েছে, মেডিকেল সূত্রে নিশ্চিত হওয়া পরিসংখ্যান অনুসারে, গত দুই ঘণ্টায় মারিব এবং শাবওয়া প্রদেশে সংঘটিত লড়াই এবং বিমান হামলায় ৫৮ জন হুথি বিদ্রোহী এবং নয় সরকারি কর্মী নিহত হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একটি সামরিক সূত্র জানিয়েছে, সৌদি নেতৃত্বাধীন জোট দুই ঘণ্টায় ২০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে।
সূত্রটি আরও জানায়, “হুতি যানবাহন, মিটিং পয়েন্ট এবং শাবওয়া এবং মারিবের কেন্দ্রস্থলকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।”
মারিব অঞ্চলের তেল সম্পদের নিয়ন্ত্রণ দখল এবং শান্তি আলোচনায় নিজেদের অবস্থান শক্তিশালী করার আশায় হুতিরা এ বছরের ফেব্রুয়ারিতে মারিব দখলের প্রচেষ্টা বাড়িয়ে দেয়।
বিদ্রোহী-নিয়ন্ত্রিত রাজধানী সানা থেকে প্রায় ১২০ কিলোমিটার পূর্বে অবস্থিত মারিব, দক্ষিণ এবং উত্তর অঞ্চলের সংযোগস্থল এবং ইয়েমেনের উত্তরাঞ্চল নিয়ন্ত্রণের চাবিকাঠি।
২০১৪ সালে হুতিরা রাজধানী সানা দখল করার পর থেকে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
উল্লেখ্য, ইয়েমেনের তিন কোটি মানুষের প্রায় ৮০%-ই সাহায্যের উপর নির্ভরশীল। যা জাতিসংঘের মতে “বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকট।”
মতামত দিন