পিএসজির সঙ্গে চুক্তি হওয়ার পর থেকেই, দেড় মাস ধরে পরিবার নিয়ে হোটেলেই থাকছিলেন মেসি
প্রায় দেড় মাস আগে, পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি হয় লিওনেল মেসির। চাইলে তিনি সেটা আরও এক বছর বাড়িয়েও নিতে পারবেন।
এদিকে, চুক্তির পর থেকেই, প্রায় দেড় মাস ধরে প্যারিসের লে রয়্যাল মনসু হোটেলে থাকছেন মেসি ও তার পরিবার। এজন্য প্রতিরাতে ১৭ হাজার পাউন্ড ভাড়া গুনতেও হচ্ছে তাকে।
পিএসজির হয়ে খেলার সুবাদে তাকে বেশ অনেকদিনই থাকতে হবে প্যারিসে। তবে, এতোদিন কি আর হোটেলে থাকা সম্ভব?
তাই, প্যারিসে একটি বাড়ি ভাড়া নিয়েছেন মেসি। সেখানে তাকে প্রতি মাসে ২০ হাজার পাউন্ড ভাড়া গুনতে হবে। যা বাংলাদেশি টাকায় প্রায় ২০ লাখ!
প্যারিসের পশ্চিমাঞ্চলের উপশহর নিউয়ি-সুর-সেন ধনী ও বিলাসবহুল উপশহরগুলোর একটি। মেসির সন্তানদের জন্য ভালো স্কুলও রয়েছে সেখানে। পিএসজির মাঠ পার্ক দে প্রিন্সেসও সেখান থেকে কাছে। তাই তিনি বাড়ি ভাড়ার জন্য এ শহরটিকেই বেছে নিয়েছেন মেসি।
মতামত দিন