একই সঙ্গে চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক থাকা দুইজন কানাডার নাগরিককেও মুক্তি দেওয়া হয়েছে
অবশেষে মুক্তি পেয়েছেন প্রতারণার অভিযোগে কানাডায় আটক চীনের প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ে কর্মকর্তা মেং ওয়ানঝু। একই সঙ্গে চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক থাকা দুইজন কানাডার নাগরিককেও মুক্তি দেওয়া হয়েছে। তারাও এখন কানাডার পথে রয়েছেন।
শনিবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কৌসুঁলিদের সঙ্গে একটি সমঝোতার পর নিজ দেশ চীনে ফিরে গেছেন তিনি।
হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন জেনফেং-এর মেয়ে মেং। রেন জেনফেং ১৯৮৭ সালে হুয়াওয়ে প্রতিষ্ঠা করেন। কোম্পানিটি এখন বিশ্বের সবচেয়ে বড় টেলিকম প্রযুক্তি উৎপাদক প্রতিষ্ঠান।
প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রের অভিযোগের পর তাকে আটক করেছিল কানাডা।
এএফপি নিউজ এজেন্সির বরাতে বিবিসি জানিয়েছে, মুক্তির পরই তিনি চীনের একটি বিমানে করে কানাডা ছেড়ে যান।
মুক্তির পর মেং বলেন, ''আমার জীবন পুরোপুরি পাল্টে গেছে। এটা আমার জন্য একটা বিপর্যয়কর সময় ছিল।"
ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাকে ফাঁকি দিয়ে হুয়াওয়ের ব্যবসা সম্পর্কে যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোকে মিথ্যা বলার অভিযোগ ছিল মেংয়ের বিরুদ্ধে, যদিও এ বিষয়ে অভিযোগটিকে মেং এবং হুয়াওয়ে উভয়ই অস্বীকার করেছে।
মতামত দিন