আদালতের নির্দেশ অনুযায়ী, ধোয়া ও ইস্ত্রি শেষে তাকে কাপড়গুলো বাড়ি বাড়ি গিয়ে ফেরত দিয়েও আসতে হবে
যৌন নিপীড়নে অভিযুক্ত এক যুবককে ছয় মাস বিনামূল্যে তার গ্রামের সব নারীদের কাপড় ধোয়া ও ইস্ত্রি করার শর্তে জামিন দিয়েছেন ভারতের বিহারের একটি আদালত।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।
মুধবানী জেলা আদালতের বিচারক অভিনাশ কুমার জামিনের আদেশ দিয়ে বলেন, “যৌন নিপীড়নের দায়ে লালন কুমার সফিকে (২০) ছয় মাস বিনা পারিশ্রমিকে গ্রামের নারীদের কাপড় ধোয়া ও ইস্ত্রি করার কাজ করতে হবে। নির্ধারিত সময়ে পঞ্চায়েত প্রধান বা সরকারি কোনো কর্মকর্তার থেকে এ কাজের সনদপত্র নিয়ে আদালতে জমা দিতে হবে। এ শর্তে তার জামিন মঞ্জুর করা হলো।”
বিচারক আরও বলেন, “ধোয়া ও ইস্ত্রি শেষে তাকে কাপড়গুলো বাড়ি বাড়ি গিয়ে ফেরত দিয়ে আসতে হবে।”
আদালত থেকে এ রায়ের আদেশের কপি পঞ্চায়েতেও পাঠানো হয়েছে।
মতামত দিন