এফডিএ’র দেওয়া এ অনুমোদন চূড়ান্ত হওয়ার আগে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) কর্তৃক অনুমোদিত হতে হবে
অসুস্থতার কারণে মারাত্মক ঝুঁকিতে থাকা এবং সম্মুখসারির স্বাস্থ্যসেবায় নিয়োজিত প্রাপ্ত বয়স্ক এবং ৬৫ বছরের বেশি বয়সী যেসব নাগরিক ছয় মাস পূর্বে শেষ ডোজ টিকা নিয়েছেন তাদের জন্য ফাইজার টিকার বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে মার্কিন নিয়ন্ত্রক সংস্থা খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। যদিও এফডিএর দেওয়া এ অনুমোদন চূড়ান্ত হওয়ার আগে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) অনুমোদিত হতে হবে। কেননা কয়েক লাখ মার্কিন নাগরিক বুস্টার ডোজ নেওয়ার যোগ্য হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) এ প্রসঙ্গে সিডিসির পক্ষ থেকে বৈঠক করা হচ্ছে। এর আগে, গতকাল বৈঠক করে তারা। আশা করা হচ্ছে শিগগিরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে তারা। ঝুঁকিপূর্ণ, সম্মুখসারির কর্মী বিবেচনার শর্ত নির্ধারণ করবে প্যানেলটি।
এফডিএ’র তরফে বলা হয়েছে শিক্ষক, ডে-কেয়ার কর্মী, মুদি দোকানের কর্মচারী, গৃহহীন কিংবা কারাগারে থাকা ব্যক্তি এবং স্বাস্থ্যসেবা কর্মীরা এ ঝুঁকিপূর্ণ তালিকায় থাকবেন।
এদিকে, এফডিএ’র এ ঘোষণাটিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য “বিজয়” বলে মনে করা হচ্ছে। যেহেতু এ মাস থেকেই বুস্টার ডোজ পাওয়া যাবে বলে প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন তিনি।
তবে কেবল ফাইজার-বায়োএনটেক টিকা গ্রহণকারীদের জন্যই এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে।
মতামত দিন