মালয়েশিয়ায় প্রবেশের জন্য দুই ডোজ টিকা গ্রহণ করা বাধ্যতামূলক
বাংলাদেশ ও অন্যান্য দেশের নাগরিকদের উপর থেকে প্রবেশ নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে মালয়েশিয়ার হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মালয়েশিয়ার স্থায়ী বাসিন্দা, দীর্ঘমেয়াদী পাসপোর্টধারী, ব্যবসায়ী ভ্রমণকারী এবং মালয়েশিয়া ভ্রমণের ক্ষেত্রে দেশটির স্থায়ী বাসিন্দা, দীর্ঘমেয়াদি পাসধারী, ব্যবসায়ী, ভ্রমণকারী এবং বিনিয়োগকারীদের জন্য বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হবে।
মালয়েশিয়ায় প্রবেশের জন্য প্রত্যেককেই করোনাভাইরাসের দুই ডোজ টিকা গ্রহণ করতে হবে এবং আরটি-পিসিআর পরীক্ষার ফলাফল নেতিবাচক কিনা তা দেখাতে হবে।
এক্ষেত্রে বৈধ মালয়েশিয়ান ভিসা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত টিকার পূর্ণ ডোজ গ্রহণের প্রমাণপত্র এবং কোভিড-১৯ এর আরটি-পিসিআর পরীক্ষার ফলাফল নেগেটিভ থাকতে হবে।
এর আগে, গত ৫ মে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং নেপালের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল মালয়েশিয়া।
মতামত দিন