শনিবার জালালাবাদে তালেবানের তিনটি গাড়ি লক্ষ্য করে তিনটি পৃথক বোমা হামলায় কমপক্ষে ৩ জন নিহত ও ২০ জন আহত হন
আফগানিস্তানের নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদে তালেবান সদস্যদের ওপর সিরিজ বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। রবিবার (১৯ সেপ্টেম্বর) আইএসের কথিত বার্তা সংস্থা আমাক এ তথ্য জানিয়েছে বলে এক প্রতিবেদনেে উল্লেখ করেছে বার্তা সংস্থা এএফপি।
শনিবার জালালাবাদে তালেবানের তিনটি গাড়ি লক্ষ্য করে তিনটি পৃথক বোমা হামলায় কমপক্ষে ৩ জন নিহত ও ২০ জন আহত হন। এছাড়া রবিবারও শহরটিতে হামলার ঘটনা ঘটে। শনিবার ও গতকালের এই হামলার দায় স্বীকার করে আইএস বলছে, তাদের হামলায় ৩৫ জন তালেবান সদস্য হতাহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, বিস্ফোরণের পর বেশ কয়েকজন আহত তালেবান যোদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রাজধানী কাবুলে আসা-যাওয়ার জন্য একটি ইন্টারচেঞ্জের কাছে এ ঘটনা ঘটেছে।
তবে আইএসের এই দাবি প্রসঙ্গে তালেবানের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।
গত মাসে কাবুল বিমানবন্দরের কাছে আত্মঘাতী বোমা হামলায় ১৩ মার্কিন সেনাসহ ২০০ জনের বেশি নিহত হন। এর দায়ও স্বীকার করেছিল আইএস।
একদিন আগে, ওই এলাকায় সিরিজ বোমা বিস্ফোরণে কমপক্ষে দুইজন নিহত হয়েছিল। ৩০ আগস্ট আফগানিস্তান থেকে সর্বশেষ মার্কিন বাহিনী প্রত্যাহারের পর এটি প্রথম প্রাণঘাতী বোমা বিস্ফোরণ।
ইসলামিক স্টেট-খোরাসান (আইএস-কে) আগস্টের শেষের দিকে কাবুল বিমানবন্দরে ১০০ জনেরও বেশি মানুষ নিহত হওয়া একটি হামলার দায় স্বীকার করেছে। নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদে ইসলামিক স্টেট গ্রুপের আফগানিস্তান শাখার প্রাণকেন্দ্র।
উল্লেখ্য, আইএস এবং তালেবান উভয়ই কট্টর সুন্নি ইসলামপন্থী জঙ্গিগোষ্ঠী। ধর্ম ও কৌশলগত বিষয়ে তারা ভিন্ন ভিন্ন, যার ফলে উভয়ের মধ্যে রক্তক্ষয়ী লড়াই হয়।
মতামত দিন