জাপানের কোয়ারেন্টাইন নীতিমালায় বড় ধরনের সংশোধন আনায় বাংলাদেশসহ ছয় দেশের নাগরিকদের প্রবেশ নিষেধাজ্ঞার অবসান ঘটছে
করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশসহ ছয় দেশের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে জাপান। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দেশটির সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বলে জানিয়েছে স্থানীয় দৈনিক জাপান টাইমস।
যে ছয়টি দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে সেসব দেশ হলো: বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা।গত জুনে এসব দেশের ওপর নতুন করে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
জাপানের কোয়ারেন্টাইন নীতিমালায় বড় ধরনের সংশোধন আনায় এই ছয় দেশের নাগরিকদের প্রবেশ নিষেধাজ্ঞার অবসান ঘটছে।
এখন থেকে দেশটিতে প্রবেশের পর একবার করোনাভাইরাসের পরীক্ষা করতে হবে। পাশাপাশি তিন দিনের বাধ্যতামূলক স্বেচ্ছা আইসোলেশন শেষেও শেষ দিনে কোভিড-১৯ পরীক্ষা করাতে হবে।
তবে পরিস্থিতির বিবেচনায় কোয়ারেন্টাইন এবং করোনাভাইরাসের অতিরিক্ত পরীক্ষার শর্ত আরোপ করা হতে পারে বলে জানিয়েছে দেশটির সরকার।
মতামত দিন