বিচারকরা ৭৮ বছর ডার্স্টকে `নার্সিসিস্টিক সাইকোপ্যাথ' বলে আখ্যা দিয়েছেন
বন্ধুকে খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট ব্যবসায়ী। রবার্ট এ ডার্স্ট। ২০ বছর আগে বন্ধু সুসান বর্মনকে হত্যার অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ডার্স্টের নিখোঁজ স্ত্রীর বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলায় তিনি সুসানকে হত্যা করেন বলে অভিযোগ প্রমাণিত হয়েছে।
ডার্স্টের স্ত্রী ক্যাথলিন ম্যাককম্যাক একজন মেডিকেল ছাত্রী ছিলেন। ১৯৮২ সালে তিনি নিখোঁজ হয়েছিলেন এবং তাকে পরে মৃত বলে ধরা হয়।
শুক্রবারের রায়ের পরপরই ক্যাথলিনের পরিবার একটি বিবৃতি জারি করে নিউইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টিতে প্রসিকিউটরদের ডার্স্টের বিরুদ্ধে মামলা করার আহ্বান জানায়।
২০০০ সালে সুসানকে তার বেভারলি হিলসের বাড়িতে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। সেসময় সুসানের বয়স ছিল ৫৫ বছর।
বিচারকরা ৭৮ বছর ডার্স্টকে “নার্সিসিস্টিক সাইকোপ্যাথ” বলে আখ্যা দিয়েছেন।
মতামত দিন