তালেবানদের লক্ষ্য করে চালানো পৃথক হামলায় কমপক্ষে আরও ১৯ জন আহত হয়েছে
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে শনিবার (১৮ সেপ্টেম্বর) পৃথক বিস্ফোরণে কমপক্ষে দুইজন নিহত এবং আরও ১৯ জন আহত হয়েছে বলে এক স্বাস্থ্য কর্মকর্তা এবং স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে এএফপি।
আফগানিস্তানে নতুন সরকার প্রতিষ্ঠার পর তালেবানদের যানবাহনকে লক্ষ্য করে চালানো হামলায় এটিই প্রথম প্রাণঘাতী বিস্ফোরণ।
শহরের একটি হাসপাতালের একজন স্বাস্থ্য কর্মকর্তা এএফপিকে মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন।
মতামত দিন