মোদি সকাররের মন্ত্রিসভায় দুইবার ছিলেন বাবুল সুপ্রিয়
হঠাৎ করেই তৃণমূলে যোগ দিলেন মোদী সরকারের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়।
শনিবার (১৮ সেপ্টেম্বর) তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি তৃণমূল যোগ দেন বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
সম্প্রতি নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল করলে মন্ত্রিত্ব হারান বাবুল সুপ্রিয়। এ নিয়ে নিজের ক্ষোভও প্রকাশ করেন মোদী সরকারের দুইবারের এই মন্ত্রী। রাজনীতি ছাড়ার ঘোষণার পাশাপাশি তিনি সাংসদ পদও ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
পরে অবশ্য তিনি অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দেবেন বলে জানিয়েছিলেন। তবে তৃণমূলে যোগদানের মাধ্যমে একরকমে চমকই দিলেন তিনি।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের হয়ে বাবুলকে প্রচারে নামার ডাক দিয়েছিলেন বিজেপি রাজ্য নেতৃত্ব। তারকা প্রচারক হিসেবে তালিকায় নামও ছিল তার। কিন্তু তা জানার সঙ্গে সঙ্গেই বাবুল জানিয়ে দেন, তিনি ভবানীপুরে বিজেপি-র প্রচারে যোগ দেবেন না।
মতামত দিন