নির্যাতনের পর তাদের কোনো প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়নি বলে জানান তারা
সম্প্রতি ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেপ্তার চার ফিলিস্তিনি রাজনৈতিক বন্দির দুজন তাদের আইনজীবীকে জানিয়েছেন, গত সপ্তাহে হেফাজতে নেওয়ার পর ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করেছে।
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা আইনজীবীদের প্রবেশের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাঁচ দিন পর ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) বন্দি বিষয়ক প্রতিরক্ষা দলের কমিশন থেকে আইনজীবী খালেদ এবং রুসলান মহাজনেহ বুধবার (১৪ সেপ্টেম্বর) মোহাম্মদ ও মাহমুদ আল-আরদাহ’র সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ করেন।
খালেদ মহাজনেহ ফিলিস্তিন টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, তার মক্কেল মোহাম্মদ আল-আর্দাহকে জিজ্ঞাসাবাদের সময় শারীরিক নির্যাতন করার পাশাপাশি খাবার, ঘুম এবং চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করা হচ্ছে।
খালেদ বলেছিলেন, মহম্মদকে অত্যাচারের একটি খুব কঠিন যাত্রা পার করতে হয়েছে। তাকে নাজারেথ জিজ্ঞাসাবাদ কেন্দ্রে নিয়ে নিয়ে বিশ্রী জিজ্ঞাসাবাদের সম্মুখীন করা হয়।
তিনি আরও জানান, একটি খুব ছোট ঘরে প্রায় ২০ জন গোয়েন্দা সদস্য ছিল, যারা অন্তর্বাসসহ তার সমস্ত কাপড় খুলে ফেলে এবং তাকে কয়েক ঘণ্টা নগ্ন থাকতে বাধ্য করা হয়। পরে তাকে জালামা জিজ্ঞাসাবাদ কেন্দ্রে স্থানান্তরিত করা হয়।
আইনজীবী বলেন, গ্রেপ্তারের সময় ইসরায়েলি বাহিনী মোহাম্মদকে মারধর করে এবং এখন পর্যন্ত তিনি তার প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাননি। ইসরায়েলি বাহিনীর হাত থেকে পালানোর প্রচেষ্টার পর তার সারা শরীর কাটা ও আঁচড়ে জর্জরিত।
এর আগে, ইসরায়েলি কর্তৃপক্ষ শুক্রবার গভীর রাতে নাজারেথের দক্ষিণ উপকণ্ঠে ৪৬ বছর বয়সী মাহমুদ আবদুল্লাহ আল-আরদাহ এবং ৪৯ বছর বয়সী ইয়াকুব মাহমুদ কাদরীকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে বলে ঘোষণা দেয়। এই দুজনকে জালামায় আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মতামত দিন