ইরাকের সঙ্গে গভীর সম্পর্কের বিষয়ে আলোকপাত করেন রাইসি
নিজেদের নাগরিকদের পারস্পরিক যাতায়াতের ক্ষেত্রে ভিসার প্রয়োজনীয়তা বাতিলে সম্মত হয়েছে ইরান ও ইরাক। রাজধানী তেহরানে ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।
রবিবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে রাইসি বলেন, “আল-কাদিমি দর্শনার্থীদের ব্যাপারে ইরানের অংশীদারিত্ব বাড়াতে সম্মতি প্রকাশ করছেন।”
তিনি আরও বলেন, “ইরাকের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক রয়েছে।”
রাইসি বলেন, “আল-কাদিমির সঙ্গে যৌথ বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে ইরাক ও ইরানের মধ্যে ভিসা বাতিলের চুক্তি অন্যতম।”
এদিন ইরাকের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দিয়ে স্বাগত জানান ইরানের প্রেসিডেন্ট।
ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, আল-কাদিমিই প্রথম বিদেশি নেতা যিনি অতি-রক্ষণশীল ইরানের প্রেসিডেন্ট রাইসির সঙ্গে সাক্ষাৎ করলেন।
পশ্চিমে অবস্থিত ইরান প্রতিবেশী দেশ হিসেবে, ইরাকের তেহরান ও আরব জাতির মধ্যে মধ্যস্থতার ভূমিকা রয়েছে, বলেও জানান তিনি।
মতামত দিন