ইসায়েলি কারাগার থেকে সোমবার পালিয়ে যাওয়া ছয়জনের ৪ জনকে আটক করা হয়েছে, পলাতক রয়েছে আরও দুইজন
জেল থেকে পালানো আরও ২ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি পুলিশ। শনিবার (১১ সেপ্টেম্বর) তাদেরকে আটক করা হয়েছে বলে ইসরায়েলি পুলিশের এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন।
উত্তরাঞ্চলের ইসরায়েলি শহর নাজারেথের পূর্বে একটি আরব গ্রামে ট্রাক পার্কিংয়ে লুকিয়ে থাকা অবস্থায় এই দুজনকে আটক করা হয়। একই এলাকা থেকে কয়েক ঘণ্টা আগে আরও দুজন পলাতক ধরা পড়েছিল।
চারজনকে ধরে নিয়ে যাওয়ার পর ইসরায়েলি বাহিনী শনিবার সকাল থেকে পলাতক বাকি দুজনকে খুঁজে বের করতে ওই এলাকায় ব্যাপক অভিযান চালাচ্ছে।
এর আগে গত সোমবার উচ্চ নিরাপত্তা বেষ্টিত ইসায়েলি একটি কারাগারের টয়লেটে সুড়ঙ্গ খুঁড়ে ওই ছয়জন পালিয়ে যায়।
আরও পড়ুন: ইসরায়েলের অন্যতম নিরাপদ জেলখানা থেকে পালিয়েছেন ৬ ফিলিস্তিনি
পালিয়ে যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজন ইসলামিক জিহাদি জঙ্গি গোষ্ঠীর সদস্য এবং একজন মূলধারার ফাতাহ দলের সদস্য।
শনিবার সকালে যারা ধরা পড়ে তাদের মধ্যে একজন জাকারিয়া জুবাইদি, যিনি পশ্চিম তীরের জেনিন শহরে ফাতাহ আল -আকসা শহীদ ব্রিগেডের প্রাক্তন কমান্ডার। তিনি এর আগে একবার ইসরায়েলি সাধারণ ক্ষমা পেয়েছিলেন। নতুন হামলায় জড়িত থাকার অভিযোগে ২০১৯ সালে জুবাইদিকে ইসরায়েল পুনরায় গ্রেপ্তার করে।
ইসরায়েলি গণমাধ্যমের তোলা ছবিগুতে দেখা গেছে যে জুবাইদি এবং আটক একজন চোখ ও হাত পিছনে বাঁধা অবস্থায় ময়লার স্তূপে হাঁটু গেড়ে বসে আছে।
ফিলিস্তিনিরা দখলকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম জুড়ে তাদের সমর্থনে বিক্ষোভ করেছে। তাদেরকে ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইসরায়েলে দখল করা অঞ্চলে জাতীয়তবাদ সংগ্রামের নায়ক হিসেবে দেখে ফিলিস্তিনিরা।
ফিলিস্তিনি দলগুলো বলেছে যে, তাদেরকে গ্রেপ্তারের জন্য প্রতিক্রিয়া দেখানো হবে। শুক্রবার পলাতক দুজনকে পুনরায় গ্রেপ্তারের পর ইসরাইলের দিকে একটি রকেট ছুড়েছিল ফিলিস্তিনিরা। উপকূলীয় ছিটমহলে পাল্টা বিমান হামলা করে ইসরায়েল।
পলাতক এই ছয়জন ইসরায়েলিদের বিরুদ্ধে মারাত্মক হামলার পরিকল্পনা করছেল বলে সন্দেহ করা হয়। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন যে, তাদের পালিয়ে যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তজনিত কোন ত্রুটি চিল কিনা সেটিও তদন্ত করে দেখা হবে।
মতামত দিন