আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানদের হাতে চলে যাওয়ার পর প্রায় ১০০টি ব্যক্তি মালিকানাধীন গণমাধ্যম তাদের কার্যক্রম স্থগিত করেছে
আফগানিস্তানের রাজধানী কাবুলের দৈনিক ইটিলাট্রোজের পাঁচ সাংবাদিককে গ্রেপ্তার করেছে তালেবানরা।
বুধবার (৮ সেপ্টেম্বর) সংবাদপত্রের প্রধান সম্পাদক জাকি দরিয়াবির বরাত দিয়ে আফগানিস্তানের সবচেয়ে বড় স্বাধীন টিভি নেটওয়ার্ক টলো নিউজ এ তথ্য জানায়।
আশরাফ ঘানির নেতৃত্বাধীন পশ্চিমা সমর্থিত নির্বাচিত সরকারের পতনের পর আগস্টের মাঝামাঝি সময়ে তালেবানদের হাতে যুদ্ধবিধ্বস্ত দেশটির নিয়ন্ত্রণ চলে যাওয়ার পর থেকেই পর থেকেই গণমাধ্যম কর্মীদের মধ্যে আশঙ্কা বেড়েছে।
নারীদের প্রতি তাদের নরম দৃষ্টিভঙ্গি রেখে যে কারোর সমালোচনা করার পাশাপাশি আফগান গণমাধ্যমকে স্বাভাবিকভাবে কাজ করার নির্দেশে দিয়েছে তালেবানরা।
এমনকি টোলো নিউজে এক নারী উপস্থাপককে সাক্ষাৎকার দিতে গিয়ে এক তালেবান কর্মকর্তা তালেবানদের নমনীয়তার ব্যাপারে জনগণকে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু গণমাধ্যমসহ অনেক আফগানই তার আশ্বাসে ভরসা পায়নি।
যে নারী উপস্থাপক তালেবান কর্মকর্তার সাক্ষাৎকার নিয়েছিলেন তিনি পরে গণমাধ্যমকে জানান, তিনি ওই কর্মকর্তাকে স্টুডিওতে ঢুকতে দেখে প্রথমে ঘাবড়ে গিয়েছিলেন। কিন্তু পরে তার আচরণ এবং সাক্ষাৎকার পর্ব তাকে অস্বস্তিবোধ কাটাতে সাহায্য করেছিল। তবে সাক্ষাৎকারের পর তিনি দেশ ছেড়ে পালিয়ে যান।
আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানদের হাতে চলে যাওয়ার পর হুমকির মুখে পড়েছে স্বাধীন গণমাধ্যমগুলো। ওয়াচ ডগ রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) তথ্য অনুসারে, প্রায় ১০০টি ব্যক্তি মালিকানাধীন গণমাধ্যম তাদের কার্যক্রম স্থগিত করেছে।
গত ২০ বছরের বিদ্রোহে অনেক সাংবাদিকদের হত্যা এবং হুমকি দিয়েছিল তালেবানরা। ১৯৯৬ থেকে ২০০১ সালে সশস্ত্র সংগঠনটির শাসনামলে টিভি এবং অধিকাংশ বিনোদনমাধ্যম নিষিদ্ধ ছিল। এমনকি নিজের মতামত প্রকাশের জন্যেও কোন মাধ্যম ছিলো না।
মতামত দিন