তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক প্রেস কনফারেন্সে বিষয়টি জানিয়েছেন
আফগানিস্তানের দখল নেওয়ার তিন সপ্তাহ পর অবশেষে সরকার গঠনের ঘোষণা দিয়েছে তালেবান। নতুন সরকারের প্রধান করা হয়েছে মোহাম্মদ হাসান আখুন্দকে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) এ ঘোষণা দেওয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক প্রেস কনফারেন্সে বলেছেন, তালেবানের সহ-প্রতিষ্ঠাতা আব্দুল ঘানি বারাদার হবেন হাসান আখুন্দের সহকারী।
Breaking: The Taliban announced acting ministers for the future government.#TOLOnews pic.twitter.com/KEoomL3YN2
— TOLOnews (@TOLOnews) September 7, 2021
মতামত দিন