এর আগে এ বছর ১৬ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডে কোভিড আক্রান্ত হয়ে সর্বশেষ একজন মারা যান
নিউজিল্যান্ডে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিগত ছয় মাসের মধ্যে প্রথম মৃত্যুর খবর পাওয়া গেছে।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতে অকল্যান্ডের একটি হাসপাতালে মারা যান ৯০ বছর বয়সী ওই কোভিড রোগী।
জানা গেছে, তিনি জটিল শারীরিক অবস্থায় ভুগছিলেন। তিনি নিউজিল্যান্ডে কোভিড আক্রান্ত হয়ে মারা যাওয়া ২৭তম এবং বছরের ১৬ ফেব্রুয়ারির পর মারা যাওয়া প্রথম ব্যক্তি।
শনিবার (৪ সেপ্টেম্বর) দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, করোনাভাইরাসের অত্যন্ত সংক্রামক ভ্যারিয়েন্ট ডেল্টা শিগগিরই নিয়ন্ত্রণে চলে আসছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ওই বৃদ্ধা ঘরে থাকলেও তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন একজন ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন।
১০ লাখ ৭০ হাজার জনসংখ্যা নিয়ে নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ড চলতি বছরের আগস্টের মাঝামাঝি সময় থেকেই লকডাউনের অধীনে ছিল।
তখন থেকে অকল্যান্ডে ৭৮২ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে। ফলে কর্তৃপক্ষ অকল্যান্ডে সর্বোচ্চ স্তরের বিধিনিষেধ আরোপ করেছে যখন অন্যান্য দেশগুলো রি সময়ে বিধিনিষেধ শিথিল করছে।
প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেন, “আমরা এই মুহূর্তে কেন এতো কঠোর ব্যবস্থা নিচ্ছি তার একটি দুঃখজনক প্রমাণ এই মৃত্যুটি।”
তিনি বলেন, “আমাদের প্রবীণ নাগরিকরা এবং যারা জটিল স্বাস্থ্য সমস্যায় ভুগছেন তারা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন। তাই ভাইরাসের বিস্তার রোধ করার জন্য লকডাউন একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার।”
এদিকে, গত সপ্তাহে ৮৪ জন নতুন করে কোভিড আক্রান্ত হলেও শনিবার শনাক্ত হয়েছেন মাত্র ২০ জন।
জনস্বাস্থ্য দপ্তরের পরিচালক ক্যারোলিন ম্যাকএনলে গত সপ্তাহে করোনাভাইরাসের আক্রান্তের হার হ্রাসের সংখ্যাকে “আশাবাদী” উল্লেখ করে বলেছেন, “আমরা সংক্রমণের হার কমাতে সফল হচ্ছি।”
মতামত দিন