আফগানিস্তানের তোলো নিউজ জানিয়েছে, তালেবান প্রধান হাইবাতুল্লাহ আখুন্দজাদা হতে যাচ্ছেন সর্বময় ক্ষমতার অধিকারী
তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার তিন সপ্তাহ হতে যাচ্ছে। এখনও নতুন সরকার ঘোষণা করতে পারেনি তারা। বৃহস্পতিবার তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার গঠনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তালেবান ঊর্ধ্বতন নেতা ও কয়েকটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) জুমার নামাজের পর নতুন সরকারের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে এএফপি।
টুইটারে দেওয়া এক বার্তায় তালেবান কর্মকর্তা আহমাদুল্লাহ মুত্তাকি জানিয়েছেন, কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদে একটি অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের জন্য প্রেসিডেন্ট ভবনে সব ব্যবস্থা করেছেন। আসন্ন অনুষ্ঠানে আফগানিস্তানের নতুন সরকার ঘোষণা হবে।
বার্তা সংস্থা রয়টার্স বলেছে, সরকার ঘোষণা নিয়ে তালেবানের দায়িত্বশীল ব্যক্তিরা মুখে কুলুপ এঁটে বসে আছেন। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ রয়টার্সকে বলেছেন, নতুন সরকার ঘোষণার দিনক্ষণ তিনি স্পষ্ট করে কিছু বলতে পারবেন না। তবে এটা কয়েকদিনের বিষয়।
এদিকে আফগানিস্তানের তোলো নিউজ জানিয়েছে, তালেবান প্রধান হাইবাতুল্লাহ আখুন্দজাদা হতে যাচ্ছেন সর্বময় ক্ষমতার অধিকারী। ক্ষমতার কেন্দ্রে থাকবেন তিনি। আর দ্বিতীয় প্রধান হবেন নতুন সরকারের প্রেসিডেন্ট।
মতামত দিন