গত আগস্টের মাঝামাঝিতে তালেবান নেতা মৌলভী আব্দুলহকের সাক্ষাৎকার নিয়েছিলেন তিনি। সেবারই প্রথম কোনো নারী উপস্থাপকের সামনে সাক্ষাৎকার দিয়েছিল তালেবান
তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পরপরই গোষ্ঠীটির এক জ্যেষ্ঠ নেতার সাক্ষাৎকার নিয়েছিলেন টোলো নিউজের নারী উপস্থাপক বেহেশতা আরঘান্দ। কিন্তু শেষ পর্যন্ত দেশ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হলেন তিনিও।
মঙ্গলবার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি।
বিবিসি বলছে, প্রাণভয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন বেহেশতা। প্রাণভয় এবং আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে বিবিসির ক্রিশ্চিয়ান ফ্রাসারের কাছে বিভিন্ন শঙ্কার কথা জানান তিনি।
আরও পড়ুন- নারী উপস্থাপকের সঙ্গে তালেবান কর্মকর্তার টিভি সাক্ষাৎকার
গত আগস্টের মাঝামাঝিতে তালেবান নেতা মৌলভী আব্দুলহক হেমাদের সাক্ষাৎকার নিয়েছিলেন তিনি।
বিষয়টি তখন বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল। কারণ, সেবারই প্রথম কোনো নারী উপস্থাপকের সামনে সাক্ষাৎকার দিয়েছিল তালেবান।
বেহেশতা মার্কিন গণমাধ্যম সিএনএনকে বলেন, “লাখ লাখ মানুষের মতো আমিও তালেবানকে ভয় পাই।”
আরও পড়ুন- দেশ ছাড়লেন আফগান নারী চলচ্চিত্র পরিচালক
এর আগে, জাতিসংঘ, আন্তর্জাতিক সম্প্রদায় এবং অধিকার আন্দোলন সংস্থার কাছে সহায়তা চেয়ে আবেদন করেন একাধিক আফগান সাংবাদিক।
শনিবার এমন একটি চিঠি প্রকাশিত হয়েছে। যেখানে ১৫০ জন আফগান সাংবাদিকের সই ছিল।
আরও পড়ুন- দুই তালেবানের সামনে কাঁপতে কাঁপতে আফগান উপস্থাপক বললেন ‘ভয়ের কিছু নেই’
গত ১৫ আগস্ট তালেবান ক্ষমতা দখলের পর থেকে দেশ ছেড়ে পালান বেশ কয়েকজন আফগান সাংবাদিক। সাংবাদিকদের ওপর জুলুম-নির্যাতনও অব্যাহত রেখেছে সশস্ত্র গোষ্ঠীটির সদস্যরা।
কিছুদিন আগেই টোলোনিউজে কর্মরত এক আফগান রিপোর্টার এবং ক্যামেরাম্যানকে প্রাণ দিতে হয়েছে তালেবানের হাতে। রাজধানী কাবুল এবং জালালাবাদে সাংবাদিকদের ওপর একাধিকবার চড়াও হয়েছে তালেবান অস্ত্রধারীরা।
আরও পড়ুন- সাংবাদিককে না পেয়ে আত্মীয়কে হত্যা করলো তালেবান
গত ১৯ আগস্ট জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক সাংবাদিকের আত্মীয়কে গুলি করে হত্যা করে তালেবান অস্ত্রধারীরা। এছাড়া ওইদিন তারা আরও অন্তত তিনজন ডিডাব্লিউ সাংবাদিকের বাড়িতে অভিযান চালায়।
মতামত দিন