তিনি কতদিন কোয়ারেন্টাইনে থাকবেন তা স্পষ্ট নয় এবং করোনাভাইরাস পরীক্ষায় কোনো কিছু পাওয়া যায়নি
করোনাভাইরাসে আক্রান্ত এক রোগীর সংস্পর্শে যাওয়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব কোয়ারেন্টিনে রয়েছেন। সোমবার (৩০ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তিনি কতদিন কোয়ারেন্টাইনে থাকবেন তা স্পষ্ট নয় এবং করোনাভাইরাস পরীক্ষায় কোনো কিছু পাওয়া যায়নি। ইসমাইল সাবরি ইয়াকুব বর্তমানে নিজেকে আলাদা রেখেছেন। তিনি মঙ্গলবার জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন। তবে সোমবার মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তিনি।
সোমবার মোট ৩১ জন মন্ত্রী এবং ৩৮ জন ডেপুটি মন্ত্রী রাজপ্রাসাদে শপথ নিয়েছেন।
স্ট্রেইট টাইমস পত্রিকার মতে, মালয়েশিয়ার ১৩টি রাজ্যের মধ্যে ছয়টিতে এখনও পর্যন্ত ৫০%-এরও কম বাসিন্দাদের দুই ডোজ টিকা দেওয়া হয়েছে।
মালয়েশিয়ার প্রাপ্তবয়স্ক মানুষের বড় অংশ ইতোমধ্যে টিকার আওতায় এসেছে। দেশটির ৬২% প্রাপ্তবয়স্ক পূর্ণ ডোজ টিকা নিয়েছেন।
উল্লেখ্য, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর মুহিউদ্দিন ইয়াসিন পদত্যাগ করার পর এই মাসেই প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন ইসমাইল সাবরি। করোনাভাইরাস মহামারি সামলানো নিয়ে সরকারের কঠোর সমালোচনা চলার মধ্যেই নতুন দায়িত্ব নেন ইসমাইল সাবরি।
মতামত দিন