‘অভয় দিচ্ছি, শুনছ না যে? ধরব নাকি ঠ্যাং দুটা?’- এ যেন সুকুমার রায়ের সেই বিখ্যাত কবিতার বাস্তব পুনরাবৃত্তি
“ভয় পেও না...অভয় দিচ্ছি, শুনছ না যে? ধরব নাকি ঠ্যাং দুটা?”- এ যেন সুকুমার রায়ের সেই বিখ্যাত কবিতার বাস্তব পুনরাবৃত্তি। আফগান সংবাদ উপস্থাপকের চোখে-মুখে ভয়ের ছাপ স্পষ্ট, কারণ স্টুডিওতে পেছনে দাঁড়িয়ে দুই তালেবান অস্ত্রধারী। আর তিনি মুখে বলছেন, “ভয় পাবেন না। তালেবানের শাসন নিয়ে ভয়ের কিছু নেই।”
সম্প্রতি অনলাইনে ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও। যা আফগানিস্তানে গণমাধ্যমের স্বাধীনতা ইস্যুতে তালেবানের প্রতিশ্রুতির দিকে আঙুল তুলেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে।
গত ১৫ আগস্ট তালেবান ক্ষমতা দখলের পর থেকেই আফগানিস্তানে সাংবাদিকরা তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন। যদিও তারা গণমাধ্যমকে দেশব্যাপী স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
আরও পড়ুন- সাংবাদিককে না পেয়ে আত্মীয়কে হত্যা করলো তালেবান
কিছুদিন আগেই টোলোনিউজে কর্মরত এক আফগান রিপোর্টার এবং ক্যামেরাম্যানকে প্রাণ দিতে হয়েছে তালেবানের হাতে। রাজধানী কাবুল এবং জালালাবাদে সাংবাদিকদের ওপর একাধিকবার চড়াও হয়েছে তালেবান অস্ত্রধারীরা।
গত ১৯ আগস্ট জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক সাংবাদিকের আত্মীয়কে গুলি করে হত্যা করে তালেবান অস্ত্রধারীরা। এছাড়া ওইদিন তারা আরও অন্তত তিনজন ডিডাব্লিউ সাংবাদিকের বাড়িতে অভিযান চালায়।
This is surreal. Taliban militants are posing behind this visibly petrified TV host with guns and making him to say that people of #Afghanistan shouldn’t be scared of the Islamic Emirate. Taliban itself is synonymous with fear in the minds of millions. This is just another proof. pic.twitter.com/3lIAdhWC4Q
— Masih Alinejad 🏳️ (@AlinejadMasih) August 29, 2021
মতামত দিন