বাড়িভর্তি মানুষের সামনে পুরোহিত ও বরকে পরপর চড় বসিয়ে দেন ওই নারী
বিয়েবাড়িতে কিছু একটা ‘‘অঘটন’’ না ঘটলেই যেন সেই বিয়েই যেন অসম্পূর্ণ থেকে যায়। আর বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে দেশ-বিদেশে ঘটে যাওয়া চমকপ্রদ সব ঘটনা আমাদের সামনে চলে আসে।
সম্প্রতি ভারতের কোনো একটি বিয়েবাড়ির ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপক ভাইরাল হয়েছে। বর ও কনের সামনে বসে বিয়ের মন্ত্র পড়ছেন পুরোহিত। এমন সময় আচমকা পুরোহিতকে চড় বসিয়ে দিলেন কনে! একপর্যায়ে বর কথা বলায় তাকেও চড় মেরে বসেন ওই কনে। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ১৮ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, লেহেঙ্গা-চোলি, গয়নায় সেজে কনে আর শেরওয়ানি পাগড়িতে বর। আশপাশে বর ও কনের বাড়ির শতাধিক আত্মীয় সকলেই উপস্থিত হয়ে বিয়ের আনুষ্ঠানিকতা উপভোগ করছেন। অন্যদিকে চলছে নাচ-গান। এমন সময় কোনো একটি বিষয় নিয়ে কনেকে বেশ রাগান্বিত দেখা যায়। তিনি পুরোহিতের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে আচমকাই বাড়িভর্তি মানুষের সামনে পুরোহিত ও বরকে পরপর চড় বসিয়ে দেন ওই কনে।
তাদের কথোপকথন থেকে বিষটি স্পট হয় যে, বিয়ের মণ্ডপে বসে তামাকজাতীয় কিছু নেশাদ্রব্য চিবাচ্ছেন বর। প্রথম থেকেই এই ঘটনা পছন্দ হয়নি কনের। বিয়ের আসরে চুপ ছিলেন তিনি। কিন্তু বিয়ের সময়ও বর তামাক খাওয়ায় ক্ষেপে যান কনে। পুরোহিতকে থামতে বলে প্রথমে তাকে এবং পরে বরকেই চড় বসান। এরপরেই অবশ্য বর দাড়িয়ে মুখ থেকে ফেলে দেন সেই তামাক।
শেষ পর্যন্ত ওই বিয়ে হয়েছে কি-না, তা আর জানা যায়নি।
মতামত দিন