কুয়েতি আকাশসীমায় ভূমি থেকে ১০ হাজার মিটার উচ্চতায় শিশুটির জন্ম হয়
আফগানিস্তান থেকে স্থানান্তরের সময় যুক্তরাজ্যের উদ্ধারকারী বিমানে শনিবার (২৮ আগস্ট) ভোরে কেবিন ক্রুদের সহায়তায় একজন আফগান নারী একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।
তুর্কি এয়ারলাইন্সের এক বিবৃতির বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানায়। তুর্কি এয়ারলাইন্সের এক বিবৃতিতে বলা হয়, মা ও সন্তান উভয়েই সুস্থ আছেন।
আরও পড়ুন- মার্কিন সামরিক বিমানে আফগান শিশুর জন্ম, নাগরিকত্ব নিয়ে প্রশ্ন
জানা যায়, দুবাই থেকে বার্মিংহামে তুর্কি এয়ারলাইন্সের ফ্লাইট চলাকালীন ২৬ বছর বয়সী সোমেন নূরীর প্রসব বেদনা শুরু হয়। পরবর্তীতে কুয়েতি আকাশসীমায় ১০ হাজার মিটার (৩৩ হাজার ফুট) উচ্চতায় তিনি হাভা নামের কন্যা সন্তানের জন্ম দেন।
তুর্কি এয়ারলাইনস জানায়, আফগানিস্তানে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করা আফগান নাগরিকদের বহনকারী বিমানটি সতর্কতা হিসেবে কুয়েতে অবতরণ করলেও পরে সেটি গন্তব্যের দিকে যাত্রা করে।
মতামত দিন