ওই কিশোরের বাবা-মা টাকা খরচের বিষয়টি জানার পর তাকে গালিগালাজ করলে শুক্রবার (২৭ আগস্ট) সে বাড়ি থেকে পালিয়ে যায়
ভারতের মুম্বাইয়ের যোগেশ্বরীতে ১৬ বছরের এক কিশোর পাবজি খেলার জন্য অনলাইন লেনদেনের মাধ্যমে মায়ের অ্যাকাউন্ট থেকে ১০ লাখ রুপি (১১ লাখ ৬২ হাজার টাকা) খরচ করে বাড়ি থেকে পালিয়েছে। ওই কিশোরের বাবা-মা টাকা খরচের বিষয়টি জানার পর তাকে গালিগালাজ করলে শুক্রবার সে বাড়ি থেকে পালিয়ে যায়।
শনিবার (২৮ আগস্ট) মুম্বাই পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
এক পুলিশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার দুপুরে আন্ধেরি (পূর্ব) মহাকালী গুহা এলাকা থেকে পলাতক ওই কিশোরকে খুঁজে বের করা হয়। এরপরে তাকে তার বাবা-মায়ের কাছে ফেরত পাঠানো হয়।
ওই কিশোরের বাবা বুধবার থানায় একটি নিখোঁজ অভিযোগ নিয়ে যোগাযোগ করার পর ওইদিন সন্ধ্যায় ঘটনাটি প্রকাশ্যে আসে। যেহেতু ছেলেটি নাবালক ছিল তাই পুলিশ অপহরণের একটি মামলা নথিভুক্ত করে এবং তার খোঁজ শুরু করে।
তদন্তের সময় ছেলেটির বাবা-মা পুলিশকে জানায় যে ওই কিশোর গত মাস থেকে পাবজিতে আসক্ত হয়েছিল। মোবাইল ফোনে খেলার সময় একটি আইডি (পাবজি অ্যাকাউন্ট) এবং খেলার জন্য “ভার্চুয়াল মুদ্রা ” কিনতে সে তার মায়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১০ লাখ রুপি খরচ করে। এরপরেই তার বাবা-মা যখন অনলাইনে লেনদেনের কথা জানতে পারেন তখন তারা ছেলেটিকে গালমন্দ করলে পরে সে একটি চিঠি লিখে বাড়ি ছেড়ে চলে যায়।
তিনি আরও জানান, তথ্য-দাতাদের এবং প্রযুক্তির সাহায্যে পুলিশের ক্রাইম ব্রাঞ্চের একটি দল ছেলেটিকে খুঁজে বের করতে সক্ষম হয়। এরপর তাকে কাউন্সেলিংয়ের পর তার বাবা-মায়ের কাছে ফেরত পাঠানো হয়।
মতামত দিন