আগামী ৩১ আগস্টের মধ্যে দেশটিতে থেকে মার্কিন ও মিত্রবাহিনীর সেনাসদস্যদের সরিয়ে নেওয়ার কথা রয়েছে
আফগানিস্তানের রাজধানী কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ত্রাসী হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া।
বুধবার (২৫ আগস্ট) এ সতর্কতা জারি করা হয় বলে জানিয়েছে গার্ডিয়ান।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রসহ মিত্রদেশগুলো বিমানবন্দরে “উচ্চ সতর্কতা” জারি করেছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিমানবন্দরের অ্যাবি গেট, পূর্ব গেট ও উত্তর গেটে অবস্থানকারীদের দ্রুত নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও একই নির্দেশনা দিয়েছে। তারা তাদের নাগরিকদের বিমানবন্দরটিতে যেতে নিষেধ করছে। একইসঙ্গে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত নিরাপদ অবস্থানে থাকতে অনুরোধ জানিয়েছে।
যুক্তরাজ্যও দেশটির নাগরিকদের বিমানবন্দর ব্যবহার না করে অন্যকোনো উপায়ে নিরাপদে দেশটি ত্যাগ করা যায় কিনা, সে নির্দেশনা দিয়েছে।
প্রসঙ্গত, আগামী ৩১ আগস্টের মধ্যে দেশটিতে থেকে মার্কিন ও মিত্রবাহিনীর সেনাসদস্যদের সরিয়ে নেওয়ার কথা রয়েছে। তবে এ সময়েরমধ্যে বিশালসংখ্যক মানুষকে সরিয়ে নেওয়া আদৌ সম্ভব হবে কি না, তা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।
মতামত দিন