এ পাঠ্যসূচি চীনের শিক্ষার্থীদের মার্কসবাদী বিশ্বাসকে আরও পোক্ত করবে বলে ধারণা দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের
চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের রাজনৈতিক আদর্শ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এবার দেশটির স্কুলের পাঠ্যসূচিতে যুক্ত হলো চীনা প্রেসিডেন্টের রাজনৈতিক আদর্শের পাঠ।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ কথা জানায়।
‘‘শি জিনপিং চিন্তাধারা’’ নামের এ পাঠ্যসূচি চীনের শিক্ষার্থীদের মার্কসবাদী বিশ্বাসকে আরও পোক্ত করবে বলে ধারণা দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের (এমওই)।
প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শি জিনপিংয়ের আদর্শবাদ নিয়ে পাঠ্যসূচি থাকবে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে চীনা সাম্যবাদী পার্টির ভূমিকা সুসংহত করতেই শি জিনপিংয়ের এই উদ্যোগ।
এছাড়া, শিক্ষার্থীদের মাঝে কঠোর পরিশ্রম ও জাতীয় নিরাপত্তার মনোভাব গড়ে তোলার উদ্দেশ্যে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের নতুন রূপরেখায় শি জিনপিং ভাবনার আওতায় থাকবে শ্রমশিক্ষা।
এমওই এক বিবৃতিতে বলে, ‘‘নৈতিক, বুদ্ধিবৃত্তিক, শারীরিক এবং নান্দনিক ভিত্তি সব মিলিয়ে সমাজতন্ত্রের নির্মাতা এবং উত্তরাধিকারী তৈরি করাই এর মূল লক্ষ্য’’।
প্রসঙ্গত, ২০১৮ সালে চীনের সংবিধানে ‘‘শি জিনপিং চিন্তাধারা’’ যুক্ত হয়েছিল । এর পর থেকেই চীনের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ‘‘শি জিনপিং চিন্তাধারা’’ পড়ানো শুরু হয়। এছাড়া স্কুল, কলেজের রাজনৈতিক কর্মীদের পাঠক্রম বহির্ভূত কার্যক্রম হিসেবেও এটি পড়ানো হয়। তবে এ আদর্শ আরও ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এবার দেশের জাতীয় পাঠ্যক্রমে ‘‘শি জিনপিং চিন্তাধারা’ যুক্ত করলো চীনের শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, দলীয় নেতৃত্ব এবং জাতীয় প্রতিরক্ষা শিক্ষার মতো বিষয়কে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার বিষয়েও শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে।
মতামত দিন