তালেবানের হাতে ক্ষমতাচ্যুত হয়ে কয়েক গাড়ি ভর্তি টাকা নিয়ে পালিয়ে যান ঘানি
আফগানিস্তানের ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি আশরাফ ঘানির দেশ ছেড়ে পলায়নকে “ভীরুতা” হিসেবে আখ্যায়িত করেছেন আফগান পপ তারকা আরিয়ানা সাঈদ।
মঙ্গলবার (২৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এএনআই’কে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে আশরাফ ঘানির উপর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আশরাফ ঘানি আফগানিস্তানকে একদল পাকিস্তানির হাতে ছেড়ে পালিয়েছেন।
ঘানির দেশ ছেড়ে পালানোয় তিনি অত্যন্ত হতাশ হয়েছেন উল্লেখ করে আরিয়ানা বলেন, “আমি সত্যিই অনেক হতাশ হয়েছি আফগানিস্তানকে বিপদে ফেলে দিয়ে ঘানির এভাবে চলে যাওয়ায়।”
আফগানিস্তানের শীর্ষ এই পপ স্টার বলেন, “ঘানি দেশ, জনগণ ও আমাদের সশস্ত্র বাহিনীকে হতাশ করেছেন। নেতা ছাড়া আমরা যুদ্ধ করব কীভাবে? তিনি কাপুরুষের মতো কাজ করেছেন।”
উল্লেখ্য, গত ১৫ আগস্ট তালেবানের দ্বারা কাবুল দখলের পর ক্ষমতাচ্যুত ঘানি কয়েকটি গাড়ি ভর্তি করে টাকা নিয়ে সংযুক্ত আরব-আমিরাতে পালিয়ে যান।
মতামত দিন