তালেবানকে সন্ত্রাসী হিসেবে অভিহিত করে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আভাস দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী
আফগানিস্তানের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি সামাল দেওয়ার ব্যাপারে মঙ্গলবার (২৪ আগস্ট) ভার্চ্যুয়াল বৈঠকে বসছেন জি-৭ জোটের নেতারা। সশস্ত্র সংগঠন তালেবানকে সন্ত্রাসী হিসেবে অভিহিত করে সেই বৈঠকে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আভাস দিয়েছেন জি-৭ জোটের অন্যতম সদস্য দেশ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ কথা জানা যায়।
সোমবার (২৩ আগস্ট) সাংবাদিকদের উদ্দেশ্যে ট্রুডো জানান, দীর্ঘদিন ধরেই তালেবানকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে আসছে কানাডা। তালেবানরা সন্ত্রাসীদের আশ্রয়দাতাও বলেই তারা সন্ত্রাসীর তালিকাতেই আছে। তাই তালেবানের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে কথা হতে পারে।
ট্রুডো আরও জানান, আফগানিস্তান ইস্যুতে আর কী করা যায়, তা নিয়ে তিনি জি-৭ নেতাদের সঙ্গে আলোচনা করবেন।
জি-৭ জোটের বর্তমান প্রেসিডেন্ট যুক্তরাজ্যের পক্ষ থেকে বলা হয়, তালেবানের আচরণের ওপরই বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নির্ভরশীল।
যুক্তরাজ্য ও কানাডা ছাড়া জি-৭ জোটের অন্যান্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপান।
আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর থেকে সামরিক-বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার সময়সীমা নির্ধারিত রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সবাইকে সরিয়ে নিতে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা জোর তৎপরতা চালাচ্ছে।
এদিকে, বেধে দেওয়া সময় আর না বাড়ানোর কথা জানিয়েছে তালেবানরা।
ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের মতে, নির্ধারিত সময়ের মধ্যে সবাইকে সরিয়ে আনা সম্ভব হবে না। তাই সময় বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানাবে যুক্তরাজ্য।
তবে সময়সীমার ব্যাপারে ট্রুডো তার অবস্থানের কথা জানাননি।
মতামত দিন