আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহকে ক্ষমা করে দিয়েছে তালেবান
আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবান বিদ্রোহীদের প্রবেশের পর রবিবার (১৫ আগস্ট) দেশ ত্যাগ করা আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহকে ক্ষমা করে দিয়েছে তালেবান। এক সাক্ষাৎকারে সিনিয়র তালেবান নেতা খলিলুর রহমান হাক্কানি বলেন, আশরাফ গনি, আমরুল্লাহ সালেহ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মুহিবের সাথে তালেবানের কোনো বিরোধ নেই।
রবিবার (২২ আগস্ট) জি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তিনি বলেন, আমরা আশরাফ ঘানি ও ভাইস প্রেসিডেন্টি আমরুল্লাহ সালেহ ও হামদুল্লাহ মুহিবকে ক্ষমা করে দিয়েছি। তালেবান এবং তিনজনের মধ্যে শত্রুতা ছিল শুধুমাত্র ধর্মের ভিত্তিতে। আমরা আমাদের পক্ষ থেকে সবাইকে ক্ষমা করেছি। যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তাদের থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত।
জি নিউজকে তালেবান নেতা খলিলুর রহমান হাক্কানি আরও বলেন, যারা পালাচ্ছেন তারা ঠিক করছেন না। শত্রুরা গুজব ছড়াচ্ছে যে, তালেবান তাদের প্রতি প্রতিশোধ নেবে। তাজিক, বালুচ, হাজারা ও পশতুনরা সবাই আমাদের ভাই। সব আফগান আমাদের ভাই। আর এ কারনে তারা চাইলে দেশে ফিরতে পারে।
তিনি আরও বলেন, তালেবান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় না। যুক্তরাষ্ট্র আমাদের দেশে হামলা চালানোর কারনে আমরা অস্ত্র হাতে তুলে নিয়েছিলাম। আমরা তাদের ধর্ম, সংস্কৃতি ও দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছি। আমেরিকানরা আমাদের দেশে আমাদের বিরুদ্ধে তাদের অস্ত্র ব্যবহার করেছে। কিন্তু আল্লাহ্ আমেরিকানদের অস্ত্রই তালেবানদের হাতে তুলে দিয়েছে।
মতামত দিন