মালয়েশিয়ার বৃহত্তম রাজনৈতিক দল ইউএমএনওর (ইউনাইটেড মালয়েজ ন্যাশনাল অর্গানাইজেশন) নেতা ইসমাইল সাবরি ইয়াকোব
মালয়েশিয়ার বৃহত্তম রাজনৈতিক দল ইউএমএনওর (ইউনাইটেড মালয়েজ ন্যাশনাল অর্গানাইজেশন) নেতা ইসমাইল সাবরি ইয়াকোব দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। সোমবার (১৬ আগস্ট) মুহিউদ্দিন ইয়াসিন পদত্যাগ করার পর তার স্থলাভিষিক্ত হলেন ইসমাইল সাবরি।
শুক্রবার (২০ আগস্ট) তাকে এ পদে নিয়োগ দেন মালয়েশিয়ার রাজা আল সুলতান আব্দুল্লাহ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার যে জোট সরকারের পতন হয়েছে সে সরকারের এমপিদেরই সমর্থন পেয়েছেন ইসমাইল। ২২২ আসলে পার্লামেন্ট সদস্যদের মধ্যে তিনি পেয়েছেন ১১৪ আইনপ্রণেতার সমর্থন।
এর আগে, মুহিউদ্দিন ইয়াসিনের মন্ত্রীপরিষদের সিনিয়র সুরক্ষামন্ত্রী থেকে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন ইসমাইল সাবরি। তিনি এর আগে বারিসান ন্যাশনালের শাসনামলে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেছিলেন।
বৃহস্পতিবার যে আইনপ্রণেতারা ইসমাইল সাবরিকে সমর্থন দিয়েছেন তা যাচাই করতে তাদের সাক্ষাত করতে ডেকে পাঠিয়েছিলেন রাজা আব্দুল্লাহ। এক টুইটের মাধ্যমে এ কথা জানিয়েছেন ইউনাইটেড মালয়স ন্যাশনাল অরগানাইজেশনের (ইউএমএনও) এক আইনপ্রণেতা।
তিনি বলেন, “সাবরিকে সমর্থন দেওয়া আইনপ্রণেতাদের মধ্যে মুহিউদ্দিনের রাজনৈতিক দলের আইনপ্রণেতারাও আছেন। তবে যারা মূলত ইব্রাহিমকে সমর্থন করেন তাদেরকে রাজপ্রসাদে আমন্ত্রণ জানানো হয়নি।”
মতামত দিন