এছাড়া তালেবানরা আরও অন্তত তিনজন ডিডাব্লিউ সাংবাদিকের বাড়িতে অভিযান চালিয়েছে
আফগানিস্তানে তালেবান যোদ্ধারা জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক সাংবাদিকের আত্মীয়কে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) ডিডাব্লিউ-এর এক প্রতিবেদনে বলা হয়, তালেবানরা ওই সাংবাদিকের জন্য ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছিল, যিনি বর্তমানে ডয়চে ভেলেতে কাজ করেন।
ঘটনার বিবরণ না দিলেও প্রতিবেদনে বলা হয়, ওই সাংবাদিকের আরও একজন আত্মীয় গুরুতর আহতে হয়েছেন তবে বাকিদের সঙ্গে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন তিনি।
ডিডাব্লিউ মহাপরিচালক পিটার লিমবার্গ এ হত্যার নিন্দা করে বলেছেন, আফগানিস্তান গণমাধ্যম কর্মী এবং তাদের পরিবারের জন্য বিপদজনক।
তিনি বলেন, “গতকাল তালেবানরা আমাদের একজন সম্পাদকের নিকটাত্মীয়কে হত্যা করেছে যা অত্যন্ত দুঃখজনক এবং আফগানিস্তানে আমাদের সকল কর্মচারী এবং তাদের পরিবার যে ভয়াবহ বিপদের সম্মুখীন হয়ে আছেন তারই সাক্ষ্য দেয় এই ঘটনা।”
তিনি আরও বলেন, “এটা স্পষ্ট যে তালেবানরা ইতোমধ্যে কাবুল এবং প্রদেশে সাংবাদিকদের ধরার জন্য সংগঠিত অনুসন্ধান চালাচ্ছে। সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে!”
ডিডাব্লিউ মহাপরিচালক বলেন, তালেবানরা তাদের আরও তিনজন সাংবাদিকের বাড়িতে অভিযান চালিয়েছে।
এদিকে ডিডাব্লিউ এবং অন্যান্য জার্মান মিডিয়া সংস্থাগুলো জার্মান সরকারকে তাদের আফগান কর্মীদের সাহায্য করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এর আগে, কাবুল দখলের পর, তালেবান গণমাধ্যমের স্বাধীনতা এবং তাদের সমস্ত প্রতিপক্ষদের ক্ষমা করার প্রতিশ্রুতি দিয়ে একটি প্রচারণা শুরু করেছিল।
তবে এএফপির মতে, জাতিসংঘের একটি গোপন নথি অনুযায়ী তালেবানরা মার্কিন ও ন্যাটো বাহিনীর সাথে কাজ করা লোকদের অনুসন্ধান আরও জোরদার করছে।
মতামত দিন