এখন পর্যন্ত সামরিক ফ্লাইটগুলোয় করে কাবুল থেকে ৩২০০ জনকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র
আফগানিস্তানের পঞ্চম বৃহত্তম শহর জালালাবাদে দেশটির জাতীয় পতাকার বদলে তালেবানের ব্যানার উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে বন্দুকযুদ্ধে কমপক্ষে দুইজন নিহত ও ১২ জন আহত হয়েছে।
বুধবার (১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
রাজধানী কাবুল থেকে আল জাজিরার রব ম্যাকব্রাইড জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের হাজার হাজার মানুষ জাতীয় পতাকা নাড়িয়ে রাস্তায় প্রতিবাদ করার ভিডিও প্রকাশ করা হয়েছে।
তিনি বলেন, “জালালাবাদের এক গুরুত্বপূর্ণ চত্বরে স্থানীয় বাসিন্দারা যথাস্থানে পতাকা রেখেছে এবং সেখানে তালেবানদের সাথে সংঘর্ষ হয়।”
এদিকে, আফগানিস্তান থেকে পশ্চিমা দেশগুলো তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রচেষ্টা জোরদার করায় এবং তালেবান আফগানিস্তানে সরকারি কর্মকর্তাদের নারীর অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাধারণ ক্ষমার প্রতিশ্রুতি দেয়ায় কাবুল থেকে শত শত বাস্তুচ্যুত মানুষকে নিয়ে আসা বিমানগুলো যুক্তরাজ্য ও জার্মানিতে পৌঁছেছে।
যুক্তরাষ্ট্র জানায়, মঙ্গলবার ১,১০০ জনকে সরানোর মাধ্যমে এখন পর্যন্ত সামরিক ফ্লাইটগুলোয় করে কাবুল থেকে ৩,২০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।
আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশের পর তালেবানরা তাদের প্রথম সংবাদ সম্মেলনে সমঝোতার আহবান জানিয়েছিলো। এছাড়া, ইসলামের শরীয়াহ অনুযায়ী নারীর অধিকারকে সম্মান করার প্রতিশ্রুতি দিয়ে অন্যান্য দেশের সাথে শান্তিপূর্ণ সম্পর্কের ইচ্ছাও প্রকাশ করেছিল সশস্ত্র সংগঠনটি।
মতামত দিন