নারী টিকটকারকে হয়রানির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই
পাকিস্তানের লাহোরে স্বাধীনতা দিবসে ভিডিও করার সময় এক নারী টিকটকারকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে।
গত ১৪ আগস্ট দেশটির স্বাধীনতা দিবসে লাহোরের ইকবাল পার্কে ওই নারী টিকটকার এবং তার সঙ্গীদের যৌন হয়রানি ও লাঞ্ছিত করা হয় বলে জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগী নারী লাহোরের লরি আদ্দা থানায় একটি মামলা করেছেন। মামলার অভিযোগে তিনি উল্লেখ করেন, মিনার-ই পাকিস্তানের কাছে ভিডিও করার সময় প্রায় ৪০০ জনের একটি দল তার ও তার সঙ্গীদের ওপর হামলা করে।
ওই নারীর অভিযোগ, “তারা এসেই আমাকে শূন্যে তুলে ধরে ছুড়ে মারে। এমনকি আমার কাপড়ও ছিঁড়ে ফেলে তারা।”
তিনি আরও জানান, “আমি সাহায্যের জন্য চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি।”
তিনি বলেন, তারা আমার স্বর্ণের গহনা, নগদ টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে।
এদিকে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আক্রমণকারীদের উপর ক্ষোভ প্রকাশ শুরু করে সবাই।
জানা গেছে, পুলিশ প্রাথমিক তথ্য প্রতিবেদন (এফআইআর) নথিভুক্ত করার পর অভিযুক্তদের শনাক্ত করার প্রক্রিয়া শুরু করেছে।
এ বিষয়ে লাহোরের ডিআইজি অপারেশনস সাজিদ কিয়ানি পুলিশ সুপারকে (এসপি) এ ঘটনায় জড়িত সন্দেহভাজনদের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছে পিটিআই।
তিনি বলেন, “যারা একজন নারীর সম্মান লঙ্ঘন করেছে এবং তাদের হয়রানি করেছে তাদের আইনের আওতায় আনা হবে।”
এর আগে চলতি বছরের জুন মাসে পাঞ্জাবের মাজফফরগড়ে অনুরূপ আরেকটি ঘটনায়, একজন বৃদ্ধ নারীর উপর তার ছেলের প্রেমের বিয়ের প্রতিশোধ নেওয়ার জন্য প্রভাবশালী ব্যক্তিরা নির্যাতন ও যৌন নিপীড়ন করেন।
মতামত দিন