‘সেসময় চারটি গাড়ি ভর্তি টাকা ছিল, একটি হেলিকপ্টারেও তারা টাকার একটি অংশ নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সব টাকা রাখার জায়গা হয়নি’
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি দেশটির রাজধানী কাবুল থেকে ৪টি গাড়ি আর একটি হেলিকপ্টার ভর্তি টাকা নিয়ে পালিয়েছেন বলে দাবি করেছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ বার্তা সংস্থাটির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রুশ দূতাবাসের মুখপাত্র নিকিতা ইশচেনকো-কে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে বলা হয়, ঘানি যেভাবে পালিয়েছেন, সেটির মাধ্যমেই আফগানিস্তানের সরকারের পতন পরিষ্কার হয়েছে। সেসময় চারটি গাড়ি ভর্তি টাকা ছিল। একটি হেলিকপ্টারেও তারা টাকার একটি অংশ ভরার চেষ্টা করেছিল, কিন্তু সব টাকা রাখার জায়গা হয়নি। সেই সব টাকার কিছু অংশ টারমাকে পড়ে ছিল।"
তথ্যের সূত্র হিসাবে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়েছেন ইশচেনকো, যদিও এসব তথ্য যাচাই করা সম্ভব হয়নি বলে ওই প্রতিবেদনে জানায় বিবিসি।
এর আগে আফগানিস্তানে রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি যিরনভ স্থানীয় একটি টেলিভিশনে বলেন, আশরাফ ঘানির সময় কাবুলের যে পরিস্থিতি ছিল, তালেবান নিয়ন্ত্রিত পরিস্থিতির তার চেয়ে অনেক ভালো।
যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার চলমান উত্তেজনার মধ্যেই এই সমালোচনা সামনে এসেছে।
মতামত দিন