সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন
আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের পর গত রবিবার (১৫ আগস্ট) দেশটির রাজধানী কাবুল দখল করে নেয় তালেবানরা। এরমধ্য দিয়ে গোটা দেশটিই এখন তালেবানদের নিয়ন্ত্রণে। সোমবার (১৬ আগস্ট) প্রায় ২০ বছরের যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা দেন তালেবান মুখপাত্র মোহাম্মদ নাঈম।
এরই মধ্যে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় ফেরা তালেবানের সঙ্গে শর্তসাপেক্ষে কাজ করার বিষয়ে আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া, ভবিষ্যৎ আফগান সরকারকে স্বীকৃতির আগ্রহও প্রকাশ করেছে দেশটি।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ আগ্রহের কথা জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।
সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন জানান, দেশের জনগণ, বিশেষ করে নারী ও কিশোরীদের মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধা দেখালে এবং সন্ত্রাসীদের আশ্রয় না দিলে তালেবান নেতৃত্বাধীন সরকারের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র।
এসময় তালেবানদের আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা প্রয়োজন হলে, যুক্তরাষ্ট্র কী ভূমিকা পালন করবে তা জানতে চাওয়া হলে তিনি বলেন, “দেশটির সাধারণ জনগণের মৌলিক অধিকার বজায় না রাখলে এবং সন্ত্রাসীদের সমর্থন করলে সহায়তা দেওয়া হবে না।” এমনকি তাদের ওপর বলবৎ নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হবে না বলেও জানান তিনি।
এদিকে, বিশ্বের অন্যতম পরাশক্তিধর দেশ চীন তালেবান সরকারের সঙ্গে সহযোগিতামূলক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করতে প্রস্তুত বলে জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং বলেছেন, “আফগান জনগণের স্বাধীনভাবে নিজেদের ভাগ্য নির্ধারণের অধিকারকে সম্মান জানায় চীন।” আফগানিস্তানের সঙ্গে সহযোগিতামূলক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গভীর করতে ইচ্ছুক বলেও জানিয়েছে দেশটি।
মতামত দিন