সারা বিশ্বের মতো মালয়েশিয়াও মহামারি করোনাভাইরাসের সঙ্গে লড়াই করছে তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে
পদত্যাগ করলেও মালয়েশিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী থাকছেন মুহিউদ্দিন ইয়াসিন। যেহেতু দেশটিও সারা বিশ্বের মতো মহামারি করোনাভাইরাসের সঙ্গে লড়াই করছে তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, মুহিউদ্দিন তার মন্ত্রিসভার সঙ্গে বিশেষ বৈঠক করার সোমবার (১৬ আগস্ট) মালয়েশিয়ার রাজা আল সুলতান আব্দুল্লাহর কাছে পদত্যাগপত্র জমা দিলে তিনি তা গ্রহণ করে এবং এরপরই তাকে এই দায়িত্ব দেওয়া হয়। মূলত গত কয়েক মাসের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে সংসদে তার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন মুহিউদ্দিন ইয়াসিন আর এ কারণে তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
এদিকে করোনাভাইরাস পরিস্থিতির কারণে জাতীয় নির্বাচন আয়োজন অসম্ভব বলে জানান রাজা। এমন পরিস্থিতিতে তাকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে প্রস্তাব দেন রাজা। মুহিউদ্দিন এই দায়িত্ব নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রাজা আব্দুল্লাহ।
আরও পড়ুন- মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ
মুহিউদ্দিন এক ভাষণে বলেন, “সম্প্রতি আমার প্রধানমন্ত্রী পদ নিয়ে কিছু প্রশ্ন দেখা দিয়েছে এবং এ সম্পর্কে আমি সচেতন। এ কারণে আমি রাজাকে বলেছি- উদ্ভূত পরিস্থিতিতে দেশের সংবিধান ও আইনি প্রক্রিয়া মেনে দেওয়ান রাকইয়াতে আস্থা ভোট হওয়া প্রয়োজন। আগামী সেপ্টেম্বরে পার্লামেন্ট সেশন শুরু হলে এই আস্থা ভোটের আয়োজন হবে। এটি আমার রাজনৈতিক জীবনের একটি বড় চ্যালেঞ্জ এবং আমি তা গ্রহণ করছি। কারণ, দেওয়ান রাকইয়াতের অধিকাংশ আইনপ্রণেতা আমার প্রতি সমর্থন ব্যক্ত করেছেন।”
তিনি আরও বলেন, “আমি চাইলে অসদুপায় অবলম্বন করে দেশের প্রধানমন্ত্রী হিসেবে পদ ধরে রাখতে পারতাম। কিন্তু এভাবে আমি ক্ষমতায় থাকতে চাইনি।”
উল্লেখ্য, ২০২০ সালে মালয়েশিয়ার পার্লামেন্ট দেওয়ান রাকাইয়েতের সদস্যদের ভোটে জিতে দেশের প্রধানমন্ত্রীর পদে আসীন হন মুহিউদ্দিন ইয়াসিন। তবে তার পক্ষে ও বিপক্ষে পড়া ভোটের ব্যবধান অল্প থাকায় নিজের পদ ধরে রাখতে চাপের মুখে ছিলেন তিনি। সম্প্রতি তার দলের কয়েকজন আইনপ্রণেতা বর্তমান ক্ষমতাসীন জোট সরকারের অন্যতম শরিক ও মালয়েশিয়ার বৃহত্তম রাজনৈতিক দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশনে (ইউএমএনও) যোগ দেওয়ার পর পরিস্থিতির আরও অবনতি হয়।
মতামত দিন