টিকা গ্রহণকারী ব্যক্তিদের আবারও টিকা দেওয়ার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ
জার্মানির উত্তরাঞ্চলের ফ্রিসল্যান্ডের একটি টিকাদান কেন্দ্রে ৮ হাজারের বেশি মানুষকে টিকার বদলে স্যালাইন দেওয়ার অভিযোগ উঠেছে। ফলে টিকা গ্রহণকারী ব্যক্তিদের আবারও টিকা দেওয়ার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শুক্রবার (১৩ আগস্ট) আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে আরও জানা যায়, এ ঘটনায় এক নার্সের বিরুদ্ধে টিকার পরিবর্তে স্যালাইন প্রদানের অভিযোগ উঠেছে। সেই অভিযোগের তদন্ত করছে পুলিশ। এই ঘটনায় আরও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত ওই নার্সের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ আনা হয়নি।
ফ্রিসল্যান্ডের আঞ্চলিক সম্প্রচার মাধ্যম এনডিআর জানায়, সর্তকতা হিসেবে ৮,৫৫৭ জনকে নতুন করে টিকা দিতে বলা হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত ৩,৬০০ জন টিকা নেওয়ার আবেদন করেছেন।
ফ্রিসল্যান্ডের রফহাউসেন টিকাদান কেন্দ্রে চলতি বছরের মার্চ ও এপ্রিলে প্রাথমিকভাবে ৬ জনকে করোনাভাইরাসের টিকার পরিবর্তে স্যালাইন দেওয়া হয় বলে ধারণা করা হয়েছিলো। তাদের মধ্যে বেশ কয়েকজনের বয়স ৭০ বছরের বেশি। পরে এপ্রিলে সেই নার্স স্বীকারও করেন তার হাত থেকে টিকার শিশি পড়ে যাওয়ার বিষয়টি গোপন করতেই ওই ৬ জনকে টিকার বদলে স্যালাইন দিয়েছিলেন তিনি।
পরে পুলিশের তদন্তে দেখা যায় আরও অনেককে ফাইজার/বায়োএনটেকের টিকার বদলে স্যালাইন দেওয়া হয়েছে।
পুলিশের ইন্সপেক্টর পিটার বিয়ার জানান, ৪০ বছর বয়সী ওই নার্স সামাজিক যোগাযোগমাধ্যমে করোনাভাইরাস সংশ্লিষ্ট গুরুতর তথ্য শেয়ার করছেন। তিনি ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জারি করা বিধিনিষেধেরও সমালোচনা করেন।
ওই নার্সের এই কর্মকাণ্ডের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকার বিষয়ও ধারণা করছে পুলিশ। তবে ওই নার্সের আইনজীবী এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
মতামত দিন