মূলত ঔপনিবেশিক আইনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হলেও মুহূর্তের মধ্যে তা মুসলিমবিরোধী আয়োজনে রূপ নেয়
ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে এক বিক্ষোভ সমাবেশে “মুসলিমবিরোধী” স্লোগান দেওয়ার অভিযোগে দেশটির কেন্দ্রীয় সরকারের ক্ষমতাসীন দল বিজেপির নেতা অশ্বিনী উপাধ্যায়সহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (৯ আগস্ট) ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ কথা জানা যায়।
প্রতিবেদনে আরও জানা যায়, মূলত ঔপনিবেশিক আইনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হলেও মুহূর্তের মধ্যে তা মুসলিমবিরোধী আয়োজনে রূপ নেয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দিল্লির যন্তর মন্তরে আয়োজিত মিছিলে মুসলিমবিরোধী সহিংস স্লোগান দেওয়ার ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে পুলিশ জড়িতদের খুঁজতে শুরু করে। সোমবার রাত পর্যন্ত কাউকে আটক করতে না পারলেও মঙ্গলবার অশ্বিনী উপাধ্যায়সহ ৬ জনকে আটক করে পুলিশ।
অশ্বিনী ছাড়া আটক ব্যক্তিরা হলেন- বিনীত, প্রীত সিং, দীপক সিং ও বিনোদ শর্মা।
অশ্বিনী উপাধ্যায়সহ বাকি অভিযুক্তদের দাবি, সেই সভায় কোনও সাম্প্রদায়িক স্লোগান তোলা হয়নি।
পুলিশ বলছে, ভিডিও ফুটেজ দেখে তারা অভিযুক্তদের চিহ্নিত করেছে। সামজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে সুশীল ও নাগরিক সমাজ থেকে পুলিশি হস্তক্ষেপের দাবি উঠলে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
করোনাভাইরাসের কারণে শহরটিতে বেশি জনসমাগমের অনুমতি নেই। পুলিশ জানায়, ৫০ জন এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু ধীরে ধীরে আরও লোক যোগ দিতে শুরু করে আর আপত্তিকর স্লোগান দিতে শুরু করে। এই মুহূর্তে ছড়িয়ে পড়া ভিডিওটি খতিয়ে দেখে তদন্ত চালায় পুলিশ। তার পরিপ্রেক্ষিতে উপাধ্যায়সহ ৫ জনকে আটক করে পুলিশ।
এদিকে, শুধু সাম্প্রদায়িক স্লোগান তোলাই নয়, অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের অনুমতি না নিয়ে জনসমাগম করে স্বাস্থ্যবিধি অমান্যের অভিযোগও উঠেছে।
মতামত দিন