এদিকে, ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির বেশ কিছু শহরে গণপরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে
চীনে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে দ্রুত। ২০ জুলাই প্রথম দেশটিতে ডেল্টা ভ্যারিয়েন্ট আক্রান্ত রোগী শনাক্ত হন। বর্তমানে দেশটির ১২টির বেশি শহরে এ ভ্যারিয়েন্টে আক্রান্ত কোভিড রোগী শনাক্ত হয়েছেন। স্থানীয় প্রশাসনকে সংক্রমণ ছড়িয়ে পড়ার দিকে কঠোর নজর রাখার পাশাপাশি সংক্রমণ নিয়ন্ত্রণে সবরকমের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের বেশ কিছু শহরে গণপরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের উহান শহরে নতুন করে সংক্রমণ বেড়ে যাওয়ায় সেখানকার সব বাসিন্দার কোভিড পরীক্ষা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। মধ্যাঞ্চলীয় এই শহরের কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ১ কোটি ১০ লাখেরও বেশি মানুষের করোনাভাইরাস পরীক্ষা শেষ করেছে।
গত বছর প্রাথমিক প্রাদুর্ভাবের পর থেকে চীন "জিরো-কোভিড" কৌশল অনুসরণ করে আসছে।
প্রসঙ্গত, করোনাভাইরাসে চীনে এখন পর্যন্ত ৯৩,৯৬৯ জন শনাক্ত হয়েছে এবং ৪,৬৩৬ জনের মৃত্যু হয়েছে।
বিশ্লেষকদের মতে, করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট চীনের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা। অর্থনৈতিক ক্ষতির ঝুঁকি সত্ত্বেও করোনাভাইরাসের এই অতি সংক্রামক ধরনটি লাগামহীন হওয়ার আগেই চীন এটিকে নিয়ন্ত্রণে আনবে বলে আশাবাদ বিশ্লেষকদের।
রবিবার (৮ আগস্ট) চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের (এনএইচসি) তথ্যমতে, রবিবার চীনের মূল ভূখণ্ডে নতুন করে ১২৫ রোগী কোভিড শনাক্ত হন, এর মধ্যে ৯৪ জন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন। বাকিরা অন্যদেশ থেকে সংক্রমিত হয়ে এসেছেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই পরিস্থিতে চীনের হাল ছেড়ে না দিয়ে প্রয়োজনে আরও কঠোর সিদ্ধান্ত নিতে হবে। তবেই ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকানো সম্ভব।
মতামত দিন