গত শুক্রবার থেকে তালেবান আফগানিস্তানের ৫টি প্রাদেশিক রাজধানী দখলে নিলো
নতুন উদ্যমে লড়াই তাণ্ডব শুরুর পর খুব দ্রুত আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকা দখল করে নিচ্ছে তালেবানরা। তারই ধারাবাহিকতায় সশস্ত্র সংগঠনটি রবিবার (৮ আগস্ট) দেশটির আরও তিনটি প্রদেশের রাজধানী দখল করে নিয়েছে।
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানা যায়।
নতুন করে তালেবানদের দখল করা অঞ্চলগুলো হলো- উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের রাজধানী কুন্দুজ, সার-ই-পুল প্রদেশের রাজধানী সার-ই-পুল এবং উত্তরপূর্বাঞ্চলীয় তাখার প্রদেশের রাজধানী তালোকান।
এ নিয়ে গত শুক্রবার থেকে তালেবান যোদ্ধারা আফগানিস্তানের পাঁচটি প্রাদেশিক রাজধানী দখলে নিলো। এর আগে গত শুক্রবার ও শনিবার যথাক্রমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নিমরোজের রাজধানী জারাঞ্জ ও জাওজান প্রদেশের রাজধানী সেবারঘানের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবানরা।
আরও পড়ুন- তালেবানদের দখলে আফগানিস্তানের কুন্দুজ শহর
এক বিবৃতিতে সংগঠনটি জানায়, তারা উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কুন্দুজের পুলিশ সদর দপ্তর, গভর্নরের প্রাঙ্গণ এবং কারাগার দখল করেছে।
কুন্দুজের স্থানীয় সূত্র ও সাংবাদিকরাও রাজধানীতে তালেবান যোদ্ধাদের উপস্থিতির ব্যাপারে আল জাজিরাকে নিশ্চিত করেছেন।
কুন্দুজ প্রাদেশিক পরিষদের সদস্য আমরুদ্দিন ওয়ালি বলেন, “গতকাল বিকেল থেকে বড় ধরনের সংঘর্ষ শুরু হয়। সমস্ত সরকারি সদর দপ্তর তালেবানদের নিয়ন্ত্রণে। শুধুমাত্র সেনা ঘাঁটি এবং বিমানবন্দরটি এখনো সুরক্ষিত আছে কারণ আফগান নিরাপত্তা বাহিনী তালেবানদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে।”
কুন্দুজের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নারী ও শিশুসহ ১৪টি মৃতদেহ এবং ৩০ জনেরও বেশি আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে।
কুন্দুজ হাসপাতালের একজন চিকিৎসক আল জাজিরাকে বলেন, “বাইরে কী হচ্ছে আমরা কিছুই জানি না। কারণ আমাদের সমস্ত প্রচেষ্টা এবং মনোযোগ রোগীদের দিকে।”
এদিকে, সার-ই-পুল প্রদেশের প্রাদেশিক পরিষদের সদস্য মোহাম্মদ নুর রহমানি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, তালেবানরা রাজধানীর সরকারি ভবনগুলো দখল করে নিয়ে কর্মকর্তাদের শহর থেকে বের করে নিকটবর্তী সামরিক ঘাঁটিতে নিয়ে গেছে।
সার-ই-পুলের নারী অধিকার কর্মী পারভিনা আজিমি ফোনে বার্তা সংস্থা এএফপিকে জানান, শহর থেকে প্রায় ৩ কিলোমিটার (২ মাইল) দূরে একটি সেনা ব্যারাকে সরকারি কর্মকর্তা এবং অবশিষ্ট বাহিনী পিছু হটেছে।
এছাড়া, তাখার প্রদেশের রাজধানী তালুকান দখল করে নেওয়ার কথাও জানিয়েছে তালেবানরা।
তালুকানের বাসিন্দা জবিহুল্লাহ হামিদি বার্তা সংস্থা এএফপিকে বলেন, তিনি গাড়িবহর করে নিরাপত্তা বাহিনী ও কর্মকর্তাদের শহর ছেড়ে চলে যেতে দেখেছেন।
একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানায়, “সরকার সহযোগিতা করতে ব্যর্থ হওয়ার পর আমরা আজ বিকেলে শহর থেকে পিছু হটেছি। শহরটি দুর্ভাগ্যবশত পুরোপুরি তালেবানদের নিয়ন্ত্রণে।”
এদিকে, আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বি-৫২ বোমারু বিমান দিয়ে শনিবার রাতে আফগানিস্তানের বিভিন্ন স্থানে তালেবান অবস্থানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
মতামত দিন