এ নিয়ে আফগানিস্তানের চারটি প্রাদেশিক রাজধানী এখন তালেবানদের দখলে। তবে কুন্দুজের বিজয়টিই তাদের জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ
সরকারি বাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ের পর তালেবানরা আফগানিস্তানের উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্তম ও গুরুত্বপূর্ণ শহর কুন্দুজের দখল নিয়েছে। বিমানবন্দর ব্যতীত কুন্দুজ শহরের আর সবকিছুই এখন তালেবানের নিয়ন্ত্রণে।
রবিবার (৮ আগস্ট) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, কুন্দুজ শহরের বিভিন্ন স্থানে এখন বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে।
কুন্দুজ দখলের মাধ্যমে আফগানিস্তানের চারটি প্রাদেশিক রাজধানী এখন তালেবানদের দখলে। তবে কুন্দুজের বিজয়টিই তাদের জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
কুন্দুজ হচ্ছে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে যাওয়ার প্রধান প্রবেশপথ। মহাসড়কের মাধ্যমে আফগানিস্তানের রাজধানী কাবুল এবং উত্তরাঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ নগরীর সঙ্গে কুন্দুজের সরাসরি সংযোগ আছে। তাছাড়া, তাজিকিস্তানের সঙ্গেও এই প্রদেশের অভিন্ন সীমান্ত রয়েছে।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিগত ২০ বছর ধরে আফগানিস্তানে যুদ্ধ চলছিল। সেখান থেকে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশ সেনা প্রত্যাহার শুরু করার পর সেখানে আবার তীব্র লড়াই শুরু হয়।
গত মে মাস থেকে আফগানিস্তানে নতুন উদ্যমে লড়াই শুরু করার পর সাম্প্রতিক সময়ে তালেবানরা খুব দ্রুত বিস্তীর্ণ এলাকা দখল করে। এখন তারা দেশটির বড় বড় নগরী, প্রাদেশিক রাজধানী এবং শহরগুলোকে নিজেদের লক্ষ্যবস্তু বানিয়েছে।
তালেবান বিদ্রোহীরা তীব্র লড়াই করে আফগানিস্তানের আরেকটি উত্তরাঞ্চলীয় শহর সার-ই-পুল দখল করে নিয়েছে। তবে আফগান কর্মকর্তাদের দাবি, এখনও শহরটিতে লড়াই অব্যাহত আছে।
এছাড়া, আফগানিস্তানের পশ্চিমে হেরাত এবং দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহার এবং লস্কর গাহেও তীব্র লড়াই চলছে বলে জানা যায়।
মতামত দিন